প্রেমে পড়লে মানুষ কবিতা লেখে
মানুষ যখন প্রেমে পড়ে তখন অনেক সুখী থাকে এবং মনের ভিতর থেকে অনেক কথা ভাল অনিভুতি বের হইয়া আসে । প্রেমে যখন পড়ে তখন পৃথিবীর শ্রেষ্ঠ কবি হইয়া যাই । তাদের সব চিন্তা সব কথা কবিতাই পরিণত হয় । এমন অবস্তানে আমিও একদিন ছিলাম । তখন ক্লাস ৯ পড়তাম । একটি মেয়ের প্রেমে পড়েছিলাম । তখন প্রত্যেক দিন কবিতা লিখতাম । আমার প্রত্যেক লাইন নিয়ে তার সম্পর্কে লেখা ছিল । তখন সারাদিন মাথাই ঘুরত এই সব কথা । যত ভাবতাম ততো যেন নতুন নতুন কবিতা লাইন তৈরি হত । প্রত্যেক লাইন জুরে ভালবাসা জরিয়া থাকত । আর বয়সটা ও কম ছিল ।ভালবাসার মাত্রাটা অনেক ছিল । যদিও আবেগ মই ভালবাসা ছিল। তার পরও সত্যিকারের ভালবাসা ছিল ।
আবার মানুষ যখন প্রেমে বার্থ হয় ,তখন কিন্তু কবি হয় । তখন কবিতার ভিতরে কোন ভালবাসা থাকবে না । থাকবে সুধু হতাশা আর বার্থতা । অনেকের কবিতা এমন হয় । যেন কবিতা পড়লে মনে হয় তার জিবনে সব কিছু ছিল । আর ভালবাশাই বার্থ হয়ে সব কিছু শেষ হইয়া গেছে ।
অনেকে আবার শখে কবিতা লেখে । তাদের কবিতা বেশ মাধুর্য হয়। কারন তারা নানান রকম চিন্তা ভাবনার মাধ্যমে কবিতা শেষ করে । এবং তাদের কবিতার ভিতরে অনেক কিছু ফুটিয়া তোলা হয় । যা অন্য কোন কবিতার ভিতরে পাওয়া যাই না । আরে অনেক শিক্ষণীয় বিষয় বস্তু থাকে । যা অনেক কাজে লাগে।
আবার অনেকে আছে যারা ব্যবসার জন্য কবিতা লেখে । তাদের কাজ শিক্ষণীয় বিষয় নিয়ে কবিতা লেখা । তাদের কবিতার ভিতরে এমন কিছু ভাব মুহূর্ত এবং এমন কিছু কথার ভাষা তুলে ধরা হয় । যা ছাত্র ছাত্রি দের অনেক কাজে লাগে । এমন অনেক বিশেষ বিশেষ খ্যাত কবি আছে । যারা পৃথিবীর বুকে অনেক নাম করে গেছেন ।
অাপনি সুন্দর ভাবে...আপনার কথা উপস্থাপনা করেছেন....খুব সুন্দর ও গুছিয়ে অাপনা কথা গুলা লিখেছেন....আপনি ঠিক বলেছে..... যে প্রেমে পড়লে কবিতা লিখে....অামার খুব ভাল লেগেছে পোষ্টটি
You got a 38.29% upvote from @redlambo courtesy of @dreamworld346! Make sure to use tag #redlambo to be considered for the curation post!
apni thik bolechen je manushe preme porle kobita likhe ....kanona preme porle akta onibhuti jage notun notun jinis moner vitor jagro to hoi....tader sob cinta onno rokom hoia jai ....tokopn tara kobita llikta suru kore...moner onuvuti dia tara notun notun jinis lika tar porei kobita likha ....apnar post amr khub vlo legerche
@oceanwhale. Visit www.OceanWhaleBot.com for details!You got a 2.79% upvote from @oceanwhale With 35+ Bonus Upvotes courtesy of @dreamworld346! Earn 100% earning payout by delegating SP to
You got a 39.15% upvote from @postpromoter courtesy of @chuadanga!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker websitevote for @yabapmatt for witness! for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please