Motherhood mastermind
kawsar hamid
(You have no right to copy this text)
How many times do you say
These are my best wishes,
Either my house is discounted
The party of kulangar or else give me peace.
I want peace - like glory,
The head of society is like standing high.
Your compromise, the furnace and the oven
Black clouds of turmoil in the world
Big fear is this behavior violent
Does it ruin me
Thousands of glorious history.
As a mother, as your mother, your mother is pregnant
Today, I want a priest, mother of grandmother.
Forget about jealousy, animosity, pride, blasphemy
Turn away my lost glory,
My thousand years of gold family.
I want peace - like glory,
The head of society is like standing high.
(please scroll Down for Main Poem "bangla")
মাতৃত্বের গুরুদক্ষিণা
কাওছার হামিদ
(এই লেখাটি কপি করার কোন অধিকার আপনার নেই)
তোদের কতবার বলছি
এসব আমার একদম ভাললাগেনা,
হয় আমার ঘর ছাড় হতচ্ছাড়া
কুলঙ্গারের দল;নতুবা আমায় শান্তি দে।
আমি শান্তি চাই- গৌরব করার মত,
সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার মত।
তোদের এই আপোষে, চুলো-চুলি
সংসারে ডেকে আনে অশান্তির কালো মেঘ।
বড় ভয় হয় হিংসাত্মক এই আচরণ
নষ্ট করে দেয় কিনা আমার
হাজার বছরের গৌরবান্বিত ইতিহাস।
একজন মা হিসেবে, তোদের গর্ভ ধারিণী হিসেবে
আজ দক্ষিণা চাই, মাতৃত্বের গুরুদক্ষিণা ।
হিংসা,বিদ্বেষ,অভিমান,অনুযোগ ভুলে
ফিরিয়ে দে আমার হারানো গৌরব,
আমার হাজার বছরের সোনার সংসার।
আমি শান্তি চাই- গৌরব করার মত,
সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার মত।
nice
Thanks for helping. @litonmrss Please Dont use Common Word Coz May decrease Your Power. Thanks
ota post bro nice poetry
your poetry is awesome
you are good poet