এমন তো হতেই পারতো

in #poetry6 years ago

ছাপাখানার রঙের ছোপে মধ্যরাত পর্যন্ত লেখা হয়

মন খারাপের স্বরলিপি,

ছাপার অক্ষর পড়তেই রঙ বদলে যায় বেঁচে থাকার।

কেউ হারিয়ে গেছে- ফিরে আসেনি

কারো কান্না ছুঁয়ে গেছে তিস্তার অতল

কারো লুট হয়েছে শেষ ভরসা শেয়ার বাজারের ফাঁদে

কর্পোরেশনের আবর্জনার গাড়িতে পড়ে আছে প্রিয় মুখ

এইরকম সব খবর দিয়ে শুরু হয় আমাদের সকাল।

এমন তো হতেই পারতো-

কেউ হারায়নি কোথাও,

গুম হওয়া মানুষগুলো ফিরে গেছে স্বজনদের কাছে

ছাপার অক্ষরের সুবাতাস ছুঁয়ে গেছে প্রশান্ত চিবুকে

বদলে গেছে খবরের কাগজ,

বদলে গেছে দম বন্ধ করা এক একটা দিন||