নয়ন খুলে আজব পৃথিবী দেখা
তখন থেকে শুরু আমার শেখা
আমি দেখেছি
নিঃস্ব হয়ে যাওয়া লোকের নয়নে দহন
খালি পকেটে খাবার হোটেলে দৃষ্টি লেপন
source
কিশোর ছেলের নয়নে সপ্ন লালন
ছোটোদের নয়নে সব নতুন দেখন
গোলামের নয়নে বাধ্যতার চলন
শিতের রাতে বস্রহীনদের কাপন
মাতালের রক্ত নয়ন
পাগলের অবুঝ নয়ন
কারো নয়নে হতাসা
গরমকালে ভোরের কুয়াশা
অপমানে নির্দোষের করুন দৃষ্টি
রাগের আগুনে প্রতিবাদের সৃষ্টি
আমি শিখেছি
সব কিছু যায় না বলা
নিরবে হেঁটে চলা