আমার একটু একটু ভয়
এক জীবনে বেঁচে থাকার অন্তিম বাসনা
মাঝে মাঝে মনে হয় বুঝি ফুরিয়ে যাবো
হঠাৎ সিদ্ধান্ত আমাকে করে তোলে তর্ক বিতর্কের হাতিয়ার
যে হাতিয়ারে রয়েছে মনের মধ্যে তীব্র আঘাত
খুব ভয় হয় যেন আঘাতে -আঘাত না লেগে বসে
যে আঘাত সারা মুহূর্ত আমাকে কাঁদাবে
ভয় আমায় প্রতিনিয়ত সাহসের বীজ বনে
কিন্তু আমার ছোট্ট ছোট্ট অহংকার
আমার অন্তিম লক্ষে বাঁধা
অহংকার আমাকে গ্রাস করে নিচু পথে নামানোর বৃথা প্রচেষ্টা
কিন্তু আমার মন আমাকে আলো দেখায়
যে আলোতে আছে বিনয়ী ভাবে পথ চলা
আমি ভাবি পথ দেখানোর মানুষদের কথা
যারা শুরু থেকে শেষ পর্যন্ত আছেন ক্ষণে ক্ষণে
অহংকার আমাকে মনের সাময়িক সুখ দেয় ঠিকই
কিন্তু সেটা অন্যদের ছোট করে
আমি চাই এই অহংকার খর্ব করে
অতি সাধারনের মতো চলতে
সকলের প্রিয় মুখ হয়ে থাকতে।
valo likhcen vai
thank you.