বিভক্ত ভালবাসা
আঁচর কাটে
বুকে জাগে হতাশা।
ক্ষণিক ভেসে উঠি
অধিক ধন্দে
মৌন আলাপে ছুটি
মুখর রতিগানে
দিন ফুরায়
জলযুদ্ধ উজানে।
আচাতুয়া অসুখে
শুশ্রুষা নাই
এ দাতব্য মূলুকে।
প্রবুদ্ধ অপেক্ষায়
আগুন জ্বলেে
এ রোদেলা মেলায়।
আমাতে আমি নাই
তোমাতে তুমি
অদ্বৈত রসনায়
সমাপতন ক্ষয়
পরিধি পড়ে
বেশ্য জীবন লয়।