বর্ষা পরিবেশ

in #poetry7 years ago

বর্ষাকালে মেঘলা ছাওয়া
সাথে নিয়ে শীতল হাওয়া
আকাশ যেন কয় ?
মিষ্টি বৃষ্টি ঢেলে দিতে
এলো সুসময়।

থেমে থেমে ক্ষণে ক্ষণে
সারাদিন আপন মনে
ঝরঝরিয়ে পড়লো,
ছন্দ তালে নিত্য ঝুঁকে
কমল কোলের সবুজ বুকে
সুখেরই ঢেউ গড়ালো।

বর্ষাকালটা বড্ড মিষ্টি
সারাদিন পড়ে বৃষ্টি
এই প্রকৃতি আপন করে
তাইতো সবার কাড়ে দৃষ্টি।

চারিদিকে সবুজ সবুজ
বর্ষা পরিবেশ,
এতো দেখেও যেন দেখার
হয়না রুপের শেষ !