চোখ এবং বিশ্ব
চোখ ছাড়া এই পৃথিবী অন্ধকার।আবার এই চোখেই ঘুরে বেড়ায় পৃথিবীর সকল স্বপ্ন।কত স্বপ্ন কত আশা নিয়েই কারো চোখ হাসে কারো চোখ কাঁদে।কান্না হাসি যেন মানুষের অই চোখেই ভেসে বেড়ায়। কার চোখ কখন হাসবে কারো জন্য আবার কার চোখ কখন কেঁদে ভাসাবে কারো জন্য এই পৃথিবী নিজেই জানেনা। শুধু পরিস্থিতির উপর নির্ভর করেই হাসি কান্না গুলো।