সর্বপ্রথম আমি আপনাকে ধন্যবাদ জানাই যে, আপনি ইসলামের একটি বিষয় নিয়ে লিখার চেষ্টা করেছেন। আমরা ইসলামকে কালচার হিসাবে নিয়ে এটাকে মডিফাই করে ফেলেছি। ইসলামে অনেক কিছু আছে যা আমরা পালন করি না, আবার এমন অনেক কিছু আছে যা আমরা পালন করি কিন্ত ইসলামের মধ্যে নাই। আমাদের বাঙালি কালচারে যেমন পাশ্চাত্য ও ইন্ডিয়ান কালচার ঢুকে আমাদের কালচার কে মিক্সাপ করে ফেলেছে।ঠিক তেমনই ইসলামের মধ্যে অনইসলাম ঢুকে বিদাতে পরিণত হয়েছে। যাকে আমরা ইসলাম ভেবে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহতালা এই রমজানের অসিলায় আমাদের সকলের গুনাহ মাফ করে আমাদের যেন সঠিক ইসলামের পথে পরিচালিত করে, আমিন। ইংরেজিতে ইসলামকে প্রচার করে সকলকে ইসলাম সম্পর্কে অবগত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।