কাল থেকে রমজান মাস শুরু এবং প্রত্যেক মুসলিম ভাই ও বোনেদের জন্য রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ । এই রমজান মাসের শুরুতে মুসলিম ভাই ও বোনেরা আনন্দ প্রকাশ করে । কারন এই মাসের ফজিলত অনেক । এই মাস নেক আমল অর্জন করার মাস । এই মাসে সকল মুসলিম ভাই ও বোনেরা সুবহিসাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খাওয়া থেকে বিরত থাকে । সকলে রোজা করে থাকে । আর রমজান মাস গুরুত্বপূর্ণ হওয়ার কারন এই মাসে কুরআন মাজিদ নাযিল করা হইয়াছে । আর এই মাসেই ভিতরে হাজার মাসের থেকে শ্রেষ্ঠ রাত্রি হল শবে কদর । এবং সর্বোপরি রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। আর এই মাসেই পরকালের সম্বল অর্জনের মাস । আর এই মাসে ১ টাকা দান করলে অন্য মাসের ৭০ টাকা দান করার সমান নেকি পাওয়া যাই । এই মাসে আল্লাহ অনেক রহমত নাযিল করেছেন । আর এই মাসে সকল মুসলিম ভাই ও বোনেরা খারাপ কাজ থেকে বিরত থাকে । সকলেই নেক আমল করার জন্য বাস্ত থাকে ।
এই মাসের উপকারিতাঃ
- রোজা করার মাধ্যমে সকলের বাড়তি ওজন কমে যাই ।
- মানুষ খুব কম রোগে আক্রান্ত হয় এই মাসে ।
- কম পরিশ্রমে অধিক নেক আমল পাওয়া যাই ।
- এই মাসে মানুষের ভিতরে রাগ হিংসা কম থাকে , সকলে চাই এক সাথে থাকতে।
- এই মাসে সক কিছুতেই অনেক বরকত রইছে।
রমজান মাসে গুরুত্বপূর্ণ আমলগুলো :
যে আমল খুব গুরুত্বপূর্ণ
- সিয়াম পালন করা।
- সময় মতো সালাত আদাই করা।
- সহি ভাবে কুরআন শেখা।
- অপরকে কুরাআন পড়া শেখানো ।
- সাহরি খাওয়া।
- সালাতুত তারাবীহ নামাজ পড়া।
- শুক্রিয়া আদাই করা।
- কল্যাণ কর কাজ বেশি বেশি করা।
- বেশি বেশি দান করা।
- উত্তম চরিত্র গঠন করা।
উপরোক্ত কাজ গুলো যদি আমরা সঠিক ভাবে করি আল্লাহ আমাদের অনেক গুনাহ থেকে মুক্তি দিবেন। অনেক নেক আমল করা সম্ভব হবে।
সবাইকে অনেক ধন্যবাদ ,ভাল থাকবেন এবং সবাই রোজা করবেন।
source: Facebook.com
wow so nice
Thank you
Congratulation mrsadman! Your post has appeared on the hot page after 14min with 11 votes.
You got a 15.47% upvote from @postpromoter courtesy of @mrsadman!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!
Please kindly follow back and upvote
This post has received a 42.06 % upvote from @booster thanks to: @mrsadman.
সুন্দরভাবে তুলে ধরেছেন রোজার ফজিলত গুলো। এই মাস নয় মুসলিম যাহারা তারা সবসময় ই শান্তি প্রিয় হয়। একে অপরের সাথে মিলে মিশেই বসবাস করতে চায়। আমি মনে করি আপনি আরেকটু যুক্ত করলে আরো ভালো হত সালাতের উপকারিতা সম্পর্কে যদি কিছু বলতেন!
ধন্যবাদ
আপনার লেখাটি পড়ে অনেক কিছু শিখতে পারলাম