ওভাই মুমিন মুসলমান
এসেছে রামাজান।
খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে
মান আল্লাহর ফরমান
আল্লাহর আদেশ রোযা রাখা,
রোযায় দেবে পাপকে ঢাকা।
রোযা রাখলে সব গুনাহ,
হতে হবে পরিত্রান।
রোযা তব শুপারিশ করে,
পার করবে কাল হাশরে।
এই শাক্ষ দিচ্ছে,
আল্লাহর কুরআন।
রমজানে একক দান,
অন্য মাসে সত্তরের সমান।
রমজানে নফল পড়লে,
ভিন্য মাসের ফরজ সমান।
রোযাদারের রোযার পরে,
মুখে যে গন্ধের সৃষ্টি করে।
ঐ গন্ধ আল্লাহর কাছে,
আতর খুশবুর সমান।
Sort: Trending