বই

in #reading5 years ago

বই মনের পরিধি বৃদ্ধি করে। যেকোনো বই পড়লে আপনার মনের পরিধি বৃদ্ধি পাবে। সেটা হোক উপন্যাসের বই হোক গল্পের বই হোক কবিতার বই হোক বিভিন্ন ধর্ম গ্রন্থের বই হোক বিভিন্ন পদের বই হোক বিভিন্ন পদাবলীর বই হোক বিভিন্ন লেখক এর বই। তাই আসুন আমরা সবাই সময় নষ্ট না করে যার যেরকম বই পড়তে ইচ্ছা করে ঠিক সে রকম বই পড়ি। বেশি বেশি বই পড়লে নিজের জ্ঞানের আরো প্রসারিত হয়। তাই সবাইকে আমার অনুরোধ আসুন নিজে বই পড়ি এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করে তুলি। প্রিয়জনকে বই উপহার দিন।