এই বিশ্ববিদ্যালয়/কলেজ/বিভাগের দরকার কি? আমি ওই বিশ্ববিদ্যালয় ওই বিভাগে চান্স না পেলে আমার জীবন শেষ! এরকম হাজারটা প্রশ্নবাণে জর্জরিত হতে হয় আমাদের অনেককেই। যে প্রতিভাবান মানুষ, তাঁর নির্দিষ্ট কোন বিশ্ববিদ্যালয়/কলেজ/বিভাগের প্রয়োজন হয় না, সে যেকোন জায়গা থেকেই ভালো করতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা না থাকা মানুষটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সবগুলো সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর !! সেজন্য তাঁকে কোন নামকরা বিশ্ববিদ্যালয় পড়তে হয়নি।
ইংরেজি বিভাগ থেকে অধ্যয়ন করা মাহফুজ আনাম দেশসেরা সাংবাদিক হয়েছেন। সেজন্য তাঁকে সাংবাদিকতা বিভাগে পড়তে হয়নি।
ঢাকা কলেজ থেকে অনার্স পাস করা মানুষটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন!
ইতিহাস বিভাগ থেকে পড়ালেখা করে প্রয়াত হাবিবুর রহমান প্রধান বিচারপতি হয়েছিলেন।
তারেক মাসুদের মতো বিখ্যাত চলচিত্র নির্মাতা হতে তাঁকে ফিল্ম স্টাডিজে পড়তে হয়নি।
সরকারি রাজেন্দ্র কলেজ থেকে অনার্স করা মেয়েটা আজ ৩৬ তম BCS এ ফরেন ক্যাডারে ১৩ তম হয়েছে। সেজন্য তাঁকে DU IBA তে পড়তে হয়নি।
মেডিকেল থেকে পাস করা কেউ কেউ BCS দিয়ে এখন মস্ত বড় সরকারি প্রশাসনিক অফিসার।
BUET থেকে পাস করা কেউ কেউ এখন ব্যাংকের ম্যানেজার।
হুমায়ূন আহমেদ অথবা নির্মলেন্দু গুণ হতে তাদের বাংলা সাহিত্যে নিয়ে পড়তে হয়নি।
DU, JnU, JU, RU, CU, NU এর নিচের দিকের সাবজেক্ট থেকে পড়া কেউ কেউ আজ এমপি, মন্ত্রী অথবা সরকারি অনেক বড় কর্মকর্তা।
ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্সয়ের সাবজেক্ট থেকে পাস করা কেউ কেউ এখন নামকরা ফটোগ্রাফার।
RUET/KUET পাস করা কেউ কেউ এখন শহরের খ্যাতনামা ব্যবসায়ী।
DU থেকে আইনে রেকর্ড মার্ক পাওয়া কেউ একজন এখন সফল মাছ চাষ ব্যবসায়ী। সেজন্য তাঁকে কৃষি বিশ্ববিদ্যালয় পড়তে হয়নি।
মেডিকেল থেকে পাস করা কেউ কেউ এখন Army অফিসার।
নিয়তি কখন কোথায় নিয়ে যায় বলা যায় না। বদলাতে পারে সবকিছু, যেকোনো সময়, যেকোনো ভাবে! মুনীর চৌধুরীর সেই বিখ্যাত উক্তটি বলতে হয়, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়।
ভয় নেই! জীবন থেমে থাকার নয়। জীবনে বড় কিছু হতে হলে নির্দিষ্ট কোন শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছা শক্তি!
পরিশ্রম আর দৃড় মনবলই পারে মানুষ কে তার লক্ষে পৌছে দিতে পারে। পরিশ্রম করলে সৃষ্টিকর্তা কখনোই কাউকে নিরাশ করে না। আজ হোক কাল হোক আপনি সফল হবেন, এটি নিশ্চিত।
yes you can earn whatever you want by doing hard working
Thank you for the motivation bro
educational post