Mosque in Bangladesh....

in #religion4 years ago

20201215_175753.jpg

Bangladesh is a Muslim-majority country. More than 90 percent of the people in this country are followers of Islam. Most of the rest are traditionalists, Buddhists and Christians. The number of indigenous people in Bangladesh is very insignificant. Each of these indigenous communities practices a different religion. Since most of the people of Bangladesh are followers of Islam and almost every person in this country is religious enough, various institutions and patterns of Islam can be seen in almost all parts of Bangladesh. People of every religion can remember and worship their Creator from any place and in any situation. However, in almost every religion there is a sacred place for worship. Such as temples for traditional religions, pagodas for Buddhists, churches for Christians, these are sacred places for people of all religions to worship their Creator. Similarly, Muslims also have a specific holy place to worship the Creator and that place is called a mosque. Since most of the people of Bangladesh are Muslims and for the people of Islam, the mosque is a sacred place for worshiping their Creator, so there are many mosques in the cities, towns, villages and towns of Bangladesh. You will be surprised to hear that there are so many mosques in Dhaka, the capital of Bangladesh, that Dhaka is called the city of mosques.

বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এদেশের ৯০ শতাংশেরও বেশি মানুষ ইসলাম ধর্মাবলম্বী। বাকি মানুষ গুলোর বেশিরভাগই সনাতন, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী। বাংলাদেশ আদিবাসীদের সংখ্যা খুবই নগণ্য। এসব আদিবাসীদেরএকেক সম্প্রদায় একেক রকমের ধর্ম পালন করে। যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং এ দেশের প্রায় প্রত্যেকটি মানুষই যথেষ্ট পরিমাণ ধার্মিক, তাই বাংলাদেশের আনাচে-কানাচে প্রায় সব জায়গাতেই ইসলাম ধর্মের বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিদর্শন দেখতে পাওয়া যায়। প্রত্যেক ধর্মের মানুষ যেকোনো জায়গা থেকে এবং যেকোনো অবস্থায় তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারে এবং তার উপাসনা করতে পারে। তবে প্রায় প্রত্যেক ধর্মেই উপাসনা করার জন্য একটি পবিত্র জায়গা নির্দিষ্ট করা থাকে। যেমন সনাতন ধর্মাবলম্বীদের কাছে মন্দির, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে প্যাগোডা, খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে চার্চ, এগুলো ওই সকল ধর্মাবলম্বী মানুষের কাছে তাদের সৃষ্টিকর্তার উপাসনা করার জন্য নির্দিষ্ট পবিত্র জায়গা। তেমনি সৃষ্টিকর্তার ইবাদত করার জন্য মুসলমানদের ও নির্দিষ্ট পবিত্র জায়গা রয়েছে এবং সে জায়গাকে মসজিদ বলা হয়। যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে মসজিদ হলো তাদের সৃষ্টিকর্তার ইবাদত করার জন্য পবিত্র নির্দিষ্ট জায়গা, তাই বাংলাদেশের শহরে-নগরে গ্রামে-গঞ্জে, আনাচে-কানাচে প্রচুর মসজিদ দেখা যায়। শুনে অবাক হবেন বাংলাদেশের রাজধানী ঢাকাতে এত মসজিদ আছে যে, ঢাকাকে মসজিদের শহর বলা হয়।

To Muslims, their holy place of pilgrimage is the Holy Mosque of Al Haramain Sharif in Mecca, Saudi Arabia. For which the front of all the mosques where mosques are built all over the world are placed towards the Holy Mosque Al Haramain Sharif. Since the mosque is a sacred place to worship the Creator, the mosques are always kept clean and the courtyard of the mosque is neatly arranged.

ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে তাদের পবিত্র তীর্থস্থান হল সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত পবিত্র মসজিদ আল হারামাইন শরীফ। যার জন্য সারা পৃথিবীতে যেখানে মসজিদ স্থাপন করা হয় সে সকল মসজিদের সম্মুখভাগ পবিত্র মসজিদ আল হারামাইন শরীফের দিকে রাখা হয়। যেহেতু মসজিদ হলো সৃষ্টিকর্তার ইবাদত করার জন্য পবিত্র জায়গা তাই মসজিদগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং মসজিদের আঙিনা সুন্দরভাবে সাজানো গোছানো থাকে।

Since most of the people in Bangladesh are followers of Islam, the number of students studying in educational institutions in Bangladesh is more than the number of followers of Islam. As a result, mosques are located in most of the higher educational institutions in Bangladesh where the teachers, students and staff of these educational institutions can perform their worship. I am a student of Rajshahi University and it is the second largest university in Bangladesh. Meritorious students from different parts of Bangladesh are admitted here for higher education and at present the total number of students in Rajshahi University is about 35,000. For good reason, most of these 35,000 students are followers of Islam. About 1,200 teachers and 5,000 staff are employed here to teach and assist these students. In order for this large number of teachers, students and staff to worship their Creator for the sake of beauty, there is a magnificent mosque inside Rajshahi University, which is called the Central Jame Mosque of Rajshahi University. Not only for the followers of Islam, but also for the followers of other religions, there is a holy place here to worship their Creator.

যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী সেহেতু বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেসব শিক্ষার্থী পড়াশোনা করে তাদের মধ্যে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যায় বেশি থাকে। যার ফলে বাংলাদেশের অধিকাংশ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মসজিদ অবস্থিত থাকে যেখানে এসকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র এবং কর্মচারীবৃন্দ তাদের ইবাদত সম্পন্ন করতে পারে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট এবং এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভের জন্য এখানে ভর্তি হয় এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৩৫ হাজার। সঙ্গত কারণেই এই ৩৫ হাজার শিক্ষার্থীর অধিকাংশ ইসলাম ধর্মাবলম্বী। এসকল শিক্ষার্থীদের কে শিক্ষাদান এবং সহযোগিতা করার জন্য এখানে প্রায় ১২০০ শিক্ষক এবং ৫০০০ কর্মচারী নিয়োজিত আছে। এই বিপুল সংখ্যক শিক্ষক, ছাত্রছাত্রী এবং কর্মচারী যাতে সুন্দর বাবে তাদের সৃষ্টিকর্তার ইবাদত করতে পারে তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে রড় এবং দর্শনীয় একটি মসজিদ রয়েছে, যেটার নাম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। শুধু ইসলাম ধর্মাবলম্বীদের জন্যই না, অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও এখানে পবিত্র স্থান রয়েছে তাদের সৃষ্টিকারীর উপাসনা করার জন্য।

Rajshahi University Central Jame Mosque is located on the right side of the 2nd administrative building and just in front of Rajshahi University Central Shaheed Minar. The main building of the mosque and its surroundings can accommodate about 5,000 people at a time. Within the boundaries of the mosque, on the left side of the main building is a beautiful ayukhana. There are large mango orchards and many flowering trees around the border. Which have greatly enhanced the beauty of the mosque.

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ২য় প্রশাসনিক ভবনের ডান পাশে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সামনে অবস্থিত। মসজিদটির মূল ভবন এবং আশেপাশের জায়গা মিলে এখানে একসাথে প্রায় ৫০০০ মানুষ নামাজ পড়তে পারে। মসজিদের সীমানার মধ্যেই, মূল ভবনে বাম পাশে একটি সুন্দর অযুখানা রয়েছে। সীমানার চারপাশে বড় বড় আম বাগান এবং অনেক রকম ফুলের গাছ রয়েছে। যেগুলো মসজিদের সৌন্দর্য অনেক বৃদ্ধি করেছে।

Thank you all very much.

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।