প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলা গতসোমবার ২৪ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে। যারা কাঙ্খিত ফলাফল লাভ করতে পারে নাই তারা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন শুধু হয়েছে গত ২৫ ডিসেম্বর । আবেদনের শেষ তারিখ আগামী ৮ জানুয়ারির
যেভাবে আবেদন করতে হবে:
শুধুমাত্র টেলিটক মোবাইল থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে DPRSCStudent ID আবেদন ইচ্ছুক বিষয়ের code লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DPRSC 12xxxxxx 11x লিখে Send করতে হবে 16222 নম্বরে (12xxxxxxx এখানে Student ID এবং 11x বিষয় কোড বুঝানো হয়েছে)। ফিরতি SMS-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে জানিয়ে একটি PIN নম্বর দেয়া হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে DPRSCYESPIN NoContact No.(যেকোন অপারেটর) লিখে Send করুন 16222।
উল্লেখ্য, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একের অধিত বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা দিয়ে কোডগুলো আলাদা করে লিখতে হবে যেমন ন- 1xxx, 2xxx, 3xxx, 4xxx । এক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য ১৯৮ টাকা হারে ফি দিতে হবে।
পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে subject code:
DPE: বাংলা(111), ইংরেজি(112), গণিত(113), বাংলাদেশ ও বিশ্ব পরিচয়(114), সাধারণ বিজ্ঞান(115), ধর্ম(116)।
EBT: বাংলা(121), ইংরেজি(122), গণিত(123), বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাধারণ বিজ্ঞান(124), কুরআন(125), আরবি(126)।
subject code জানতে শুধুমাত্র টেলিটক মোবাইল Message অপশনে গিয়ে DPRSC HELPCODE লিখে Send করুন 16222 নম্বরে।
Congratulations @elyas! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Click here to view your Board
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Your level lowered and you are now a Red Fish!@elyas, sorry to see you have less Steem Power.