সহিতে পারি না আমি !

in #sad7 years ago

তোমার এতটুকু অভিমান আমার চারদিক অন্ধকার করে ফেলে। ইচ্ছে হয়! ইচ্ছে হয় যে আমি মরে যাই। তবে কি আমি বড় ভুল করে ফেলি নাকি তোমাকে বিপাকে ফেলে দেই। আমি যা জানি তবে তুমি তা জানো না। হোক না অভিমান তবুও চলো একসাথে পথ চলি।