ছোট বেলার সেই দিনগুলো এখনো মাঝে মাঝে মনে হলে কেদে ফেলি অনেক বিশাল আবেগ ছোটবেলার স্মৃতি গুলো যেন ভোলার নয়। আসলে ছোটবেলা আমাদের কাছে প্রিয় কারন ছোটবেলায় কখনো বাপ থাকে না ছোটবেলায় হিংসা কি তা জানি না ছোটবেলায় কষ্ট কি তা দেখি না আসলে ছোটবেলা থেকে যে আনন্দের কোন টেনশন নেই সামনে কি হয় তা নিয়ে কোনো চিন্তা নেই।
ছোটবেলার বন্ধুত্ব গুলো ছিল অপরিসীম স্পষ্ট এখানে কোনো স্বার্থ ছিল না ভেজাল ফ্রেন্ড। এখনকার বন্ত গুলো দেখুন ফ্রেন্ডস উইথ বেনিফিটস আপনাকে যার সাথে বন্ধুত্ব করবেন সে যদি আপনার কোন বেনিফিট না করে কিংবা বন্ধু তোরা এক সময় শেষ হয়ে যাবে। এটাই হয় কলেজ ইউনিভার্সিটি লাইফে যে বন্ধুগুলো হয় আসলে সেগুলো যে দল গুলো হয় সেগুলো কিন্তু একদিন যে একটা গ্রুপ তৈরি হয় যেখানে তারা একে অপরকে বেনিফিট করে এ ভাবি তবে চেষ্টা হয়ে থাকে।
ছোটবেলার কথা মনে পড়লে এখনো খুব খারাপ লাগে আমি আর সেই ছোটবেলায় ফিরে যেতে চাই ছোটবেলায় ফিরে যেতে চাই যেখানে শুধু আনন্দ আনন্দ আর আনন্দ।
Congratulations @haroldbrens! You have received a personal award!
1 Year on Steemit
Click on the badge to view your Board of Honor.
Do not miss the last post from @steemitboard: