নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আমাদের দায়িত্ব :
সড়ক নিরাপদ রাখার জন্য আমাদের সকলেরই ভূমিকা রয়েছে। একতাবদ্ধভাবে কাজ করলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব অনুমোদিত ও ত্রুটিপূর্ণ যানবাহন, লাইসেন্সবিহীন ও অনভিজ্ঞ ড্রাইভার যেমন দূর্ঘটনার জন্য দায়ী, তেমনিভাবে দায়ী পথচারী এবং যাত্রীগণের অসচেতনতা । সকলে মিলেই আমাদেরকে আনতে হবে পরিবর্তন ।আসুন আগে আমরা নিজেকে বদলাই এবং অন্যকে বদলাতে সহায়ত করি।
তাহলেই আমরা সড়ককে পরিপূর্ণভাবে নিরাপদ করতে পারবো।
সড়ক দূর্ঘটনার কারণসমূহঃ
১) ফিটনেসবিহীন গাড়ী, বৈধ লাইসেন্সবিহীন চালক
২) ওভারস্পীড, ওভারলোড, অতি আত্মবিশাস এবং বেপরোয়া ওভারটেকিং
৩) নিয়ম না মেনে পথ চলা
৪) অসাবধানতা, অমনোযোগিতা (চালক, যাত্রী ও পথচারী)
৫) গাড়ী চালানো ও রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার
৬) চালকের মাদকাসক্তি
৭) ট্রাফিক ও রোড সাইন সম্পর্কে অজ্ঞতা
৮) বিরামহীন দীর্ঘ সময় ধরে গাড়ী চালানো
৯) শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকা
পথচারী হিসাবে আমার দায়িত্ব:
১) রাস্তা পারাপারের সময় ডানে-বামে ভালোভাবে লক্ষ্য করে জেব্রা ক্রসিং/ ফুট-ওভারব্রিজ/ আন্ডারপাস দিয়ে রাস্তা পার হওয়া
২) রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা
৩) রাস্তায় হেডফোন ব্যবহার না করা
৪) দুই যানবাহনের মধ্যবর্তী স্থান দিয়ে চলাফেরা না করা
৫) ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে মেনে চলা
৬) ফুটপাথ দিয়ে চলাফেরা করা ।ফুটপাথ না থাকলে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা
৭) রাস্তায় অমনোযোগী না হওয়া । দ্রুত বেগে অথবা দৌড়ে রাস্তা পার না হওয়া
৮) প্রয়োজনে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সাহায্য গ্রহণ করা
৯) লাল বাতি জলন্ত অবস্থায় রেলক্রসিং পারাপার না হওয়া
যাত্রী হিসাবে আমার দায়িত্ব :
১) চলন্ত গাড়ীতে হাত, মাথা বা শরীরের কোন অংশ জানালা দিয়ে বের না করা
২) নির্ধারিত স্টপেজে গাড়ীতে ওঠানামা করা । চলন্ত গাড়ীতে ওঠা-নামা না করা
৩) বাস বা/ নির্ধারিত স্টপেজ ছাড়া অন্য কোনো স্থানে গাড়ীর জন্য অপেক্ষা না করা
৪) পরিবহনে ধূমপান না করা
৫) চলন্ত গাড়ীতে গেটে ঝুলে না থাকা
৬) চালককে দ্রুত চালাতে প্ররোচিত না করা । দ্রুত চালালে তাকে বারণ করা
৭) চলন্ত গাড়ীতে চালকের সাথে কথা না বলা
৮) হাইড্রোলিক হর্ন বর্জন করা
৯) অনুমোদনহীন স্থানে পার্কিং না করা
১০) শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের সামনে গতিসীমা মেনে অতি সতর্কতার সাথে গাড়ী চালানো এবং হর্ন না বাজানো
১১) নিয়মিত চোখ ও কান পরীক্ষা করা এবং প্রয়োজনে চশমা ও শ্রবণযন্ত্র ব্যবহার করা
১২) একটানা ছয় ঘন্টার বেশী গাড়ী না চালানো
১৩) অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরি সেবাকে অগ্রাধিকার দেয়া
১৪) বাম লেনে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা
১৫) নির্ধারিত লেনে গাড়ী চালানো
মোটর সাইকেল চালক হিসেবে আমার দায়িত্ব :
১) লাইসেন্স ছাড়া মোটর সাইকেল না চালানো
২) ট্রাফিক সিগন্যাল অমান্য করে মোটর সাইকেল না চালানো
৩) উল্টা পথে মোটর সাইকেল না চালানো
৪) ফুটপাথ দিয়ে মোটর সাইকেল না চালানো
৫) মোটর সাইকেলে আরোহনের পূর্বে চালক ও আরোহী হেলমেট পরিধান
নিশ্চিত করা এবং চালকসহ দুই জনের বেশি আরোহণ না করা
৬) কোন চলন্ত গাড়ীর সাথে পাল্লা দিয়ে মোটর সাইকেল না চালানো
৭) দুই যানবাহনের মাঝখান দিয়ে মোটর সাইকেল না চালানো
যানবাহন মালিক হিসেবে আমার দায়িত্ব :
১) রেজিস্ট্রেশন, রুট পারমিট, ইন্স্যুরেন্স, ফিটনেস সার্টিফিকেট ছাড়া রাস্তায় গাড়ী বের না করা ও হালনাগাদ কাগজপত্র গাড়ীতে রাখা
২) গাড়ীতে অঘ্নিনির্বাপক সিলিন্ডার, ফাস্ট এইড বক্স ও ময়লা ফেলার ঝুড়ি রাখা
৩) বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ী চালাতে না দেয়া
৪) নিয়মিত সকল চালকের চোখ ও কান পরীক্ষা করা
৫) অপ্রাপ্তবয়স্ক চালককে গাড়ী চালাতে না দেয়া
৬) গণপরিবহনে ৬ ঘন্টা পর পর চালক বদল করা
৭) ট্রাক চালকদের রাস্তার মাঝে বিশ্রামের সুযোগ দেয়া
৮) চুক্তিতে গাড়ী চালাতে না দিয়ে চালক ও সহকারীদের বেতন ও বোনাস নিয়মিত প্রদান করা
৯) গণপরিবহনের দৃশ্যমান স্থানে গাড়ীর মালিক, চালক, হেলপার ও সুপারভাইজারের
নাম, মোবাইল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও তালিকা প্রদর্শন করা
অভিভাবক ও শিক্ষক হিসেবে আমার দায়িত্ব :
১) নিজ সন্তান ও ছাত্র-ছাত্রীদের ট্রাফিক আইন, ট্রাফিক সাইন ও রোড সাইন
সম্পর্কে প্রাথমিক জ্ঞান প্রদান করা
২) প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জন্য নিয়মিত ট্রাফিক সচেতনা মূলক কর্মসূচী গ্রহণ করা
৩) শিশুদের বুঝাতে হবে যে, নিজের নিরাপত্তা সর্বগ্রে
৪) চালককে মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকার অনুরোধ করা
৫) বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বৃদ্ধ, শিশু, নারী এবং অসুস্থ ব্যক্তিদের যানবাহনে আসনের অগ্রাধিকার প্রদান করা । প্রয়োজনে নিজের আসনটি ছেড়ে দিন
৬) অনুমোদনহীন যানবাহন যেমন ইজিবাইক, ইঞ্জিন রিক্সা, নছিমন, ভটভটি ইত্যাদিতে আরোহন না করা
৭) গাড়ী থেকে কোন কিছু বাইরে ছুঁড়ে ফেলা, কফ, থুথু না ফেলা
৮) ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী হয়ে গাড়ীতে না ওঠা
৯) বাসে/ ট্রেনে অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু না খাওয়া
১০) অনির্ধারিত মাইক্রোবাস বা অন্য যানবাহনে শেয়ারে আরোহনে না করা
গাড়ী চালক হিসেবে আমার দায়িত্ব :
১) ট্রাফিক আইন, ট্রাফিক সাইন ও রোড সাইন সম্পর্কে পুরোপুরি ধারণা রাখা
২) গাড়ী চালানোর পূর্ব গাড়ীর প্রাথমিক নিরাপত্তা বিধান যেমন- ইঞ্জিন ওয়েল, ব্রেক
গিয়ার, চাকা, জালানী, পানি ইত্যাদি পরীক্ষা করা
৩) বৈধ লাইসেন্স ও কাগজপত্র ব্যতিত এবং ফিটনেসবিহীন গাড়ী না চালানো
৪) অনুমোদিত যানবাহনে ফ্লাগস্ট্যান্ড, স্টিকার, হুটার, বিকল লাইট ব্যবহার না করা
৫ বেপরোয়াভাবে গাড়ী না চালানো এবং গতিসীমা মেনে চলা
৬) গাড়ী চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করা
৭) নির্ধারিত স্টপেজ ছাড়া অন্য কোথাও যাত্রী উঠা নামা না করানো
৮) জেব্রা ক্রসিং হতে নির্ধারিত দূরতে গাড়ী থামানো
৯) সিট বেল্ট ব্যবহার করা
১০) হেলপার দিয়ে গাড়ী না চালানো
১১) মাদক গ্রহণ হতে বিরত থাকা
১২) গাড়ী চালানোর সময় কারো সাথে কথা না বলা
১৩) গাড়ী চালানোর সময় ধূমপান না করা
১৪) প্রয়োজন ছাড়া গাড়ীর হর্ন না বাজানো, জরুরি প্রয়োজনে হর্ন বাজালেও খুব
সংক্ষিপ্ত সময়ের জন্য আস্তে বাজানো
This post more info click here
আমরা নিজেরা যতদিন ঠিক না হবো ততদিন এভাবেই চলবে।
Congratulations!
This post has been upvoted from Steemit Bangladesh, @steemitbd. It's the first steemit community project run by Bangladeshi steemians to empower youths from Bangladesh through STEEM blockchain. If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server.
If you would like to delegate to the Steemit Bangladesh, you can do so by clicking on the following links:
50 SP, 100 SP, 250 SP, 500 SP, 1000 SP.
YOU ARE INVITED TO JOIN THE SERVER!