শিষ্য যদি উপযুক্ত হইতে পারে, তাহা হইলে তাহার ভিতর দিয়া শ্রী গুরুর মহিমা জগতে প্রকাশিত হয়। যেমন নাকি দুগ্ধ হইতে ক্ষীর , মাখন , ঘৃত ইত্যাদি তৈয়ারি হয়, ইহাদের ভিতর দিয়া জগতে দুগ্ধের মহিমা প্রকাশিত হয়। উহাও তার স্বরূপ। শ্রী গুরুর প্রতি যে টান তাহা বাঁচাইয়া রাখিতে হইলে , সত্যের আশ্রয় নেওয়া একান্ত দরকার। সত্য ভিন্ন কোন ধর্ম বাঁচিতে পারে না। ---পরমদয়াল শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংস দেব । শ্রী গুরু জয়।
Congratulations @bua! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Thank you Steemitboard.