বেগমগঞ্জের পর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘরে ঢুকে ৩২ বছর বয়সী এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।
হাতিয়ার চানন্দী ইউনিয়নের আদর্শ গ্রামে গত ১ জানুয়ারি রাতে স্থানীয় সন্ত্রাসীরা সন্তানদের সামনে ওই নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে বিবস্ত্র করে নিপীড়ন চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী ওই নারী গত ৫ জানুয়ারি জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এ মামলাটি দায়ের করেন।
বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে সাত কর্মদিবসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।
Sort: Trending