ফ্রীল্যান্সিং নিয়ে আমরা অনেকেই অনেক কথা শুনি বা জানি। কিন্তু কিভাবে, কোথায়, কেন, ওকে তাহলে করি, এইতো করব -এইগুলা করতে করতে সত্যিকার অর্থে এই পেশায় আর নিজেকে নিয়ে আসা সম্ভব হয় না।
শুনতে অবাক লাগলেও এটা আমাদের দেশের অতি সাধারন ব্যাপার যে, আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় চায়ের দোকানে, ভার্সিটির ক্যাম্পাসে, সিনেমা দেখে বা ঘুরে ব্যয় করে ফেলি, অথচ নিজের ক্যারিয়ার নিয়ে সময় দিতে খুব কষ্ট লাগে!
এই জন্যই হয়ত, আজকের মত ডিজিটাল বিল্পবের সময়ও আমাদের দেশের বস্তা ভর্তি শিক্ষিত বেকারদের বসবাস।
কিন্তু এর জন্য কি শুধু আমাদের সমাজই দায়ী? নাকি আমরা নিজেরাও?
অবশ্যই, এর দায়ভার আমাদের প্রত্যেকেরই কম বেশী রয়েছে।
তবে, একনিষ্ঠতার সাথে চেস্টা করলে সফলতার শুরুটা অর্জন করতে খুব বেশী সময় লাগে না। আমাদের পরিচিত এমন অনেকেই আছে যারা, মাত্র কয়েক মাসেই পাল্টে দিয়েছে নিজের জীবন। খুজলে আপনিও এমন অনেককেই পেয়ে যাবেন হয়ত আপনার আশেপাশেই!
তবে, এর জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন এবং একদম পিন পয়েন্ট টার্গেট, শুধু আজ নয় কাল, এমন চিন্তা করলে কোন দিনই আর কিচ্ছু হবে না। যা করার এখনই করতে হবে।
কিভাবে টার্গেট নির্ধারণ এবং পূরণ করবেন?
যে কোন কাজের টার্গেট নেয়ার সেরা উপায় হচ্ছে একটা নির্দিষ্ট টাইমলাইন দিয়ে দেয়া- যেমন এই মাসের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে এটা করবোই। এই রকম ডেডলাইন যুক্ত টার্গেট গুলো থাকলে সেটি পূরণ করা সহজ হয় এবং টার্গেট কতটা পূরণ হল সেটা প্রতিনিয়ত যাচাই করা যায়।
এবার টার্গেট নিন ৩ মাসের- এখন থেকে কুরবানির ঈদের আগ পর্যন্ত।
হ্যা, যারা এখনো শুরু করি করি করেও ফ্রীল্যান্সিং এ নিজের প্রথম কাজটি করতে পারেন নি, তারা এবার উঠেপরে লাগুন। সামনেই রোজা, পুরো ১ মাস, এর পরে ঈদ, এর প্রায় ২.৫ মাস পরে কুরবানী।
বিভিন্ন ঝামেলায় অতিরিক্ত সময় বাদ দেয়ার পরেও হাতে কমপক্ষে ৩ মাস সময় আছে এখন থেকে।
যদি করতে পারেন, তাহলে এই ৩ মাসই যথেষ্ট
এই ৩ মাসই হবে আপনার জীবনের গোল্ডেন অপারচুনিটি
হ্যা, যদি কাজে লাগাতে পারেন তাহলে আগামী কুরবানীর ঈদের আগেই আপনার পকেটে ঢুকতে পারে আপনার নিজের ইনকামের টাকা। বিশ্বাস করুন আর নাই করুন, সত্যিই সম্ভব।
কি করতে হবে এর জন্য? সঠিক গাইডলাইন কোথায় পাব?
আমরা জানি, ধান্দাবাজদের ভীড়ে বিশ্বস্ত কোর্স এবং গাইড খুজে পাওয়া অনেক কঠিন। ২০০৮ সালে আমাদের পথচলা শুরু।
সেই থেকে শুরুকরে আজ পর্যন্ত আমেরিকা, কানাডা, ইউনাইটেড কিংডম , অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের নামকরা মার্কেটিং কোম্পানির সাথে সফলতার সাথে কাজ করে আসছি আমরা।
আমাদের ট্রেনিং দেয়া মূল উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হল আপনাকে অনলাইনে কাজ করার সঠিক দিক নির্দেশনা দেয়া।
যেটার অভাবে বাংলাদেশ থেকে আজও বেকারত্ব দূর হচ্ছে না।
Freelancing Aid আপনাকে সঠিক গাইডলাইন এবং ট্রেনিং এর মাধ্যমে একজন দক্ষ ফ্রিলান্সার হিসেবে তৈরি করতে অঙ্গীকারবদ্ধ।
কোর্স বিস্তারিতঃ-
Search Engine Optimization (SEO) এর প্রধান কাজ Local Citation, Citation Cleanup and Link Building Experts - Local SEO শেখানো হবে। যাদের পক্ষে অফিসে এসে ট্রেনিং নেয়া সম্ভব না তাদের জন্য ভিডিও টিউটোরিয়াল আছে। যেখানে খুব সহজভাবে কাজের বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে।
Congratulations @emranmamey! You have completed the following achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Award for the number of upvotes received
Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Do not miss the last post from @steemitboard:
SteemitBoard World Cup Contest - Brazil vs Belgium
Participate in the SteemitBoard World Cup Contest!
Collect World Cup badges and win free SBD
Support the Gold Sponsors of the contest: @good-karma and @lukestokes
Congratulations @emranmamey! You have completed the following achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Award for the number of upvotes
Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Do not miss the last post from @steemitboard:
SteemitBoard World Cup Contest - Brazil vs Belgium
Participate in the SteemitBoard World Cup Contest!
Collect World Cup badges and win free SBD
Support the Gold Sponsors of the contest: @good-karma and @lukestokes
I am a silly robot!
!cheetah bad robot