ফ্রেশারদের জন্য পার্টটাইম চাকরির প্রয়োজনীয়তা ।

in #skill7 years ago

আমাদের মধ্যে অনেকেরই পার্টটাইম চাকরি সম্পর্কে অনেক ভুল ধারনা রয়েছে। আমরা অনেকে মনে করি আমার ফ্যামিলি অনেক স্বাবলম্বী আমি কেন পার্টটাইম চাকরি করবো ? আসলে এখানে পার্টটাইম চাকরি থেকে উপার্জনটা মূল বিষয় নয়। এখানে মূল বিষয় হচ্ছে আপনার স্কিল ডেভলপমেন্ট করা। বর্তমান চাকরি পাওয়া আর সোনার হরিন হাতে পাওয়া প্রায় সমান । আর এই সোনার হরিন পেতে শুধু বই পুস্কক থেকে জ্ঞ্যান অর্জন করলেই চলবে না, বাস্তব জীবন থেকেও শিক্ষা নিতে হবে। আর এই সব শিক্ষা পাওয়া যায় পার্টটাইম চাকরি এর মাধ্যমে।

আমরা অনেকেই জানি যখন কোন ফ্রেশার চাকরির ইন্টারভিউ দিতে যায় তখন তার কাছে আগের চাকরির অভিজ্ঞতা সম্পর্কে না জিজ্ঞাস করলেও এটা জিজ্ঞাস করা হয় যে এরকম কাজ সে আগে কখনো করেছে কিনা । তখন আপনার জবাব এর উপর নির্ভর করে আপনার চাকরির ভবিষ্যৎ ।


Source

বিভিন্ন উন্নত বিশ্বের জরিপ পর্যাবেক্ষন করলে দেখা যাবে যে, সেখানকার বড় বড় হোটেল ওয়েটাররা ডিগ্রি প্রাপ্ত। এমনকি অনেকে পি এইচ ডি করছে এমন ছাত্র-ছাত্রী রেস্টুরেন্ট বা সুপার শপে কাজ করে,পড়াশুনার সাথে সাথে নিজের খরচটা যাতে হয়ে যায়, সেই আক্কেল বিদেশীদের মাঝে স্কুল জীবনেই হয়ে যায়। এতে তাদের পরাশুনার কোন ধরনের বিঘ্ন ঘটে না বরং তারা বাস্তব জীবনের সাথে পরিচিত হয় ।

আমরা অনেকেই মুখে বলি, পার্টটাইম চাকরি খুব ভালো , কিন্তু এটা মেনে চলি না। আমরা আমাদের ছেলে-মেয়েদের ল্যাপটপ কিনে দেই গেম খেলার জন্য বা মুভি দেখার জন্য কিন্তু কখনো তাকে আউটসোরসিং এর জন্য অনুপ্রেনা দেই না। ঠিক তেমনি আমাদের সমাজে এমন ধরনের এক ব্যবস্থা গড়ে উঠেছে যেখানে বাবা-মা রা অধ্যায়নরত অবস্থায় কখনোই তার সন্তাঙ্কে চাকরি করতে দিতে চায় না।তারা অনেকেই মনে করেন এসব করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে । এসব একদম ভুল ধারনা তারা এটা উপলব্ধি করে না যে এর মাধ্যমে তাদের সন্তানরা আর স্বাবলম্বী হতে শিখবে ।আমাদের অনেকেরই ইচ্ছে করলেও পার্টটাইম চাকরি করতে পারেন না। এর কারন হচ্ছে আমাদের মনে একটা সংশয় থেকে যায় যে কোন পার্টটাইম চাকরিটা আমার ভবিষ্যতে উপকারে আসবে ? এমন সংশয় থাকাটা স্বাভাবিক । আপনি সেই চাকরিটাই করুন যেটি আপনার পছন্দের। আপনার উচিৎ হবে কোন কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা, কোন শপিং মলে কাজ করা, সেলসে পার্ট টাইম কাজ করা, ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করা, হিসাব-নিকাশ রাখার কাজ করা ইত্যাদি । এ সকল কাজ আপনার পরবর্তী চাকরি জীবনে বেশ বড় ভুমিকা পালন করবে। হয়তো আপনি অনেক সময় কাঙ্খিত স্যালারি পাবেন না, তবে সেটা নিয়ে চিন্তা করলে হবে না কেননা এটাই আপনার আগামি দিনে প্রমোশনের মই হিসেবে কাজ করবে। এই সব কাজ আপনি আপনার সিভিতে অভিজ্ঞতা হিসেবে তুলে ধরতে পারেন যা চাকরি দাতা কম্পানিকে প্রলোভিত করতে পারে । মনে রাখবেন আপনার বাস্তব জীবনের যত বেশি অভিজ্ঞতা আপনার চাকরি পাবার তত বেশি নিশ্চয়তা ।

এখন অনেকেই বলবেন সব কিছুই বুঝলাম কিন্তু কে দিবে এই সব পার্টটাইম চাকরি ? আসলে চাকরি কখনো হেটে আপনার দরজায় নক নক করবে না। আপনাকে তার দরজায় গিয়ে কড়া নাড়তে হবে । এখন বাংলাদেশে অনেক জব ফেয়ার হয় যেখানে বিভিন্ন কম্পানি চাকরির জন্য উপযুক্ত প্রার্থী খুজেন। আপনাকে এমন সকল ইভেন্টের খোজ রাখতে হবে। তাছাড়া বাংলাদেশে অনেক সাপ্তাহিক চাকরির খবরের কাগজ বের হয় যেখানে অনেক পার্টটাইম চাকরির বিজ্ঞাপন দেওয়া থাকে ।

সব মিলিয়ে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে , " আজকে আমরা যে শ্রম দিবো, আগামি দিনে তার মুল্য পাবো " ।

follow-resteem-vote.gif

Sort:  

very helpful post ever. khub bhalo hoice post...thanks to share with us

Bravo @rishan excellent article! I write from Italy and I find it very suitable for young people here in Italy where we have the same problems. I believe it should be a dogma for all young people who would like to enter the world of work.

চমৎকার কথা বলেছেন। তরুণদের জন্য যুগপযোগি কথা। আশাকরি তাদের উপকারে আসবে।
আপনার জন্য শুভ কামনা।


This is a very important post in our life...Really All people should follow this post...Thank you so much to share with us....


good idea

bro you are right... i am agree with u... @rishan

Congratulation rishan! Your post has appeared on the hot page after 15min with 8 votes.

You got a 16.51% upvote from @postpromoter courtesy of @rishan!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

tipuvote! 1 :)

Hi @rishan! You have received 1.0 SBD @tipU upvote from @cardboard !



@tipU upvotes with 210% of the payment and shares 100% profit + 50% curation rewards with all investors, allows to automatically reinvest selected part of your payout and can do other cool stuff :) Click here for more info.

You are right boss. I need to about from now. Im still jobless.

you are really a good writer. Good thinking makes good job
stay happy.Best of luck

this is very good post. motivational post.

Steemit is a good site for earning

জনাব! অামি অাপনার মতে একমত কারন অামার দেশে অনেক অনার্স ডিগ্রি মাস্টার্স বেকার ভাই বা বোন পাস করে বসে অাছে তারা যদি এতটুকু চিন্তা করে যে অামরা শুধু শিক্ষা অর্জন করছি জ্ঞান এর জন্য তাহলে হয়তো অামার দেশে এত পরিমান লোক বেকার ঘরে না বসে কোনো না কোনো কাজের সাথে জরিত হয়ে এদেশটাকে অভিশাপ মুক্ত করা উচিত অামাদের মত যুবক যুবতীরা কাজ করলে হয়তো বাংলাদেশ বেকার মুক্ত দেশ হতে পারে।

Yes, we work part time. Money is not much, but I still try to do tomorrow because it will be different

@rishan ভাই আপনি কি আপনার ফেসবুক লিনক টা আমাকে দিতে পারেন। আপনার সাথে কিছু কথা ছিল।

@rishan ভাই আপনি কি আপনার ফেসবুক লিনক টা আমাকে দিতে পারেন। আপনার সাথে কিছু কথা ছিল।

ভাই ফ্রেশারদের খুব অবস্হা থাকে চাকরি বাজারে....

I upvoted this right away, but failed to respond. We have since spoken in discord, as well, but i wanted to publically thank you for the very kind and encouraging words.

You are are very insightful and philosophical man, and i admire that. I also admire all the work you have done for the children and people in your community in Venezuela and I am very honored and proud to have been a tiny part of your efforts there. Thank you for being you, my friend!

Hey, you are right. But one thinks I did not agree with you. This problem is not only in your Bangladesh. This problem is India too. I am an Indian. This problem is seen in Indian family.

Congratulations @rishan!
Your post was mentioned in the Steemit Hit Parade in the following category:

  • Pending payout - Ranked 9 with $ 309,92

does anyone know where to get a clock like the one in this post?

Good thinking !