গানঃ তুমি সাত সাগরের ওপার হতে
শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার ও শাহনাজ রহমতুল্লাহ
সুরকারঃ আনোয়ার পারভেজ
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছো
আর মন ভ্রমরের কাজল পাখায় ছবি এঁকেছো
আমি ময়ুর পঙ্খী নাও ভিড়িয়ে তোমায় দেখেছি
আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি
আগুন ঝরা ফাগুন যখন ছিল পলাশ বনে
তোমার কথাই ভেবেছিলেম আমি মনে মনে
তোমার চোখে তাই তো খুশির পরাগ মেখেছি (ওগো)
আমি ময়ুর পঙ্খী নাও ভিড়িয়ে তোমায় দেখেছি
আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি
শুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে
তোমার আশায় বসে ছিলেম বাতায়ন খুলে
দখিন হাওয়ায় তাই তো তোমায় চিঠি লিখেছি (আমি)
thank you represent our bangladesh and bangla post 👍
Thank you very much, brother.
To give me so much respect.
its a nice song.good post in bangla