আমরা রাতের আকাশে তারাদের দেখি, আমাদের অনেকেরই ইচ্ছা হয় যে যদি আমরা মহাকাশে ভ্রমণ করতে পারতাম বা সাইন্স ফিকশন মুভির মতো মহাকাশে বসবাস করতে পারতাম। যদি আপনার এরকম কোনো স্বপ্ন থেকে থাকে তাহলে সেটিকে বাস্তবায়িত করার সময় এসে গেছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীদের একটি দল মহাকাশে Asgardia নামের একটি দেশ বানানোর পরিকল্পনা করেছেন। এই দেশটি পৃথিবীর জন্য একটি সুরক্ষা কবচের কাজ করবে।Asgardia পৃথিবীকে ক্ষতিকারক মহাজাগতিক রশ্মি এবং ধূমকেতুর বিপদ থেকে রক্ষা করবে। বিজ্ঞানীরা এই দেশের নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। পৃথিবীর যেকোনো মানুষ এই দেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে।
১ লক্ষ মানুষের আবেদনপত্র পাওয়ার পর এটিকে United Nation এর কাছে একটি স্বাধীন দেশ হিসেবে সীকৃতি পাওয়ার জন্য আবেদন করা হবে।আজ কথা বলবো পৃথিবীর একমাত্র মহাকাশের দেশ Asgardia এর ব্যাপারে।
মহাকাশে একটি গোটা দেশের কথা একটি সাইন্স ফিকশন মুভির মতো লাগে। কিন্তু শীঘ্রই এটিকে বাস্তবায়িত করা হবে। বিজ্ঞানীদের একটি আ ন্তর্জাতিক সংগঠন মহাকাশে একটি ভাসমান দেশ বানানোর পরিকল্পনা করেছেন। এটির নাম দেওয়া হয়েছে Asgardia.
বৈজ্ঞানিকেরা এই বছরই Asgardia 1 নামের একটি Satellite Launch এর সাথেই এই দেশের ঘোষণা করেছেন। যা বাস্তবায়িত করা হয়েছে।
এই দেশটি পৃথিবীকে মহাকাশের বিভিন্ন ধরণের বিপদ থেকে রক্ষা করবে। Cosmic রশ্মির, পৃথিবীর দিকে ছুটে আসা ধূমকেতু বা উল্কা বা মহাকাশের নষ্ট হওয়া Satellite বা Rocket এর টুকরো। এসব থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করবে।
Aerospace International Research Center এর প্রধান Dr Igor Ashurbeyli এর মতে পৃথিবীর চারপাশে ২০,০০০ এর চেয়েও বেশি Rocket, Space craft এবং Satellite এর টুকরো পৃথিবীকে পরিক্রমণ করছে। যেগুলির একটি ধাক্কায় পৃথিবীর Communication Network পুরোপুরিভাবে নষ্ট হয়ে যেতে পারে।
If you want to go Asgardia - The Space Nation Then you can Apply on below given link (এই লিংক এ ক্লিক করুন আবেদন করার জন্য ) :
https://asgardia.space/en/join
You can give your suggestions on Flag, National Anthem on below given link:( আপনার পরামর্শ দিতে পারেন এই দেশ কে আরো ভালো বানানোর জন্য )
https://asgardia.space/en/contest/flag/
gd post bro. keep it up
Thank you so much bro :)
This post is the extremely informative post .Thanks for the sharing this post.
Welcome :D
Informative writing...keep it up..
Thank YOu :D
Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://www.youtube.com/watch?v=IdQSqVoZ1Mc