সোল: ফের স্বমহিমায় পিভি সিন্ধু। জিতে নিলেন আরও একটি সুপার সিরিজ খেতাব। জাপানের নোজুমি ওকুহারাকে হারিয়ে কোরিয়া ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন হলেন সিন্ধু। তাঁর পক্ষে ম্যাচের ফল ২২-২০, ১১-২১, ২১-১৮। ওকুহারার কাছেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার মানতে হয়েছিল সিন্ধুকে। আজ সেই হারের মধুর প্রতিশোধ নিলেন হায়দরাবাদি শাটলার। এটা তাঁর তৃতীয় সুপার সিরিজ। এই অসাধারণ জয়ের জন্য সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর।