ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিই হোক বাংলাদেশের পরবর্তী প্রধান কোচ। ভারতীয় সংবাদ মাধ্যম স্পোর্টসকিডার এক প্রতিবেদনে বিষয়টির পক্ষে পাঁচটি যুক্তি দাঁড় করানো হয়েছে।প্রথমতঃ সৌরভ গাঙ্গুলির সাথে ভাষা ও সংস্কৃতির মিল থাকায় বাংলাদেশের কোচ পদের জন্য কলকাতার প্রিন্সকে যোগ্য প্রার্থী দাবি করা হয়েছে। বিশেষ করে ভাষার মিল থাকায় ক্রিকেটারদের সাথে সম্পর্ক গড়তে সুবিধা হবে।দ্বিতীয়তঃ ব্যাটিং দক্ষতার দিক থেকে সৌরভ গাঙ্গুলির জুড়ি নেই। এই সাবেক বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানকে অফ সাউডের ঈশ্বর বলা হতে থাকে। বাংলাদেশি টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানদের আধিক্য থাকায় গাঙ্গুলির ব্যাটিং মস্তিস্ক তামিম-সাকিবদের সাহায্যে আসবে।তৃতীয়তঃ গাঙ্গুলির বিচক্ষণ নেতৃত্বের গুণাবলী ভারতীয় ক্রিকেটকে ধ্বংসস্তূপ থেকে চূড়ায় পৌঁছে দিয়েছে। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির পর অধিনায়কের দায়িত্ব নিয়ে ভারতকে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দেন তিনি।মূলত তার অধীনেই বিদেশের মাটিতে জিততে শুরু করে ভারত। বাংলাদেশ দলও ঘরের মাঠে নিয়মিত ভালো করছে। কিন্তু বিদেশের মাটিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে টাইগারদের। গাঙ্গুলির কোচিংয়ে হয়তো বিদেশের মাটিতে ভালো দলে পরিনত হবে বাংলাদেশ।চতুর্থতঃ সৌরভ গাঙ্গুলি নামের সাথে বিরাট সম্মান জড়িত। বাংলাদেশি ক্রিকেটারদের বেশিরভাগের রোল মডেল ওপার বাংলার এই কিংবদন্তী। কোচ হিসেবে বাংলাদেশের দায়িত্ব নিলে সহজেই পুরো ড্রেসিং রুমের সম্মান পাবেন তিনি।পঞ্চমতঃ অসম্ভব সাহসী ক্রিকেটার হিসেবে সৌরভ গাঙ্গুলির পরিচিতি রয়েছে। ম্যাচের যে কোন মুহূর্ত জয়ের জন্য লড়াই করে যাওয়ার প্রমান রেখেছেন পুরো ক্যারিয়ার জুড়ে। কোচ হিসেবেও সেই সর্বদা জয়ের মানসিকতা তৈরি করতে সক্ষম সৌরভ গাঙ্গুলি।