আমার মতে আসন্ন এশিয়াকাপ ক্রিকেটে বাংলাদেশ অন্যতম ফেভারিট দল। বিশেষকরে বর্তমান কোচিং কোয়ালিটি তাই বলছে। আমাদের দূর্বলতা মূলত টপ অর্ডার বেটসমেন অথবা স্লগ অভারে রান তুলতে না পারা। যতদূর জানা যায় বর্তমান ব্যাটিং কোচ নীল মেকেঞ্জি এই দুইটি স্তরে কাজ বেশি করছে। তবে সমস্যা হল আমরা ওপেনিং এ তামিমের সংগী পাচ্ছিনা।
এবার এই সমস্যা দূর করতে মিথুনকে তামিমের সাথে ওপেনিং করতে দেখা যেতে পারে। মিথুন বেশ ভালো ব্যাটসম্যান। এবার আসি গ্রুপ পর্ব উতরাতে আমাদের জিততে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। যে দু'টি দল আমাদের সাথে শক্তির বিচারে আর পারবেনা অন্ততঃ ৫০ ওভার ক্রিকেটে। তবে হ্যাঁ, আরব্য মাটি মূলত পাকিস্তানিদের হোম গ্রাউন্ড। সেক্ষেত্র আফগানিস্তানের জন্য কিউরেটর রশিদ খানের চাওয়া অনুযায়ী পিচ বানাতে চাইবে। সেক্ষেত্রে বাংলাদেশ এবার নেট সেশনে স্পিন বোলারদের ভালো ঘাম ঝড়িয়েছে।
আর বোলিং এ আমাদের টিম পাকিস্তান টিমের সমান বা একটু বেশিই আছে।
তাই বলছি, এবার এশিয়া কাপ আমাদের।
গুড লাক 🇧🇩।।
hello bro
Hi