দুর্দান্ত লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে লড়াই। কোয়ার্টার ফাইনালে প্রতিটি ম্যাচেই নাটকীয়তার সাক্ষী হয়েছে ফুটবলপ্রেমীরা। তারও একটি বড় প্রমাণ রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির কোয়াটার ফাইনালে লড়াই। চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা দল রিয়াল মাদ্রিদ এবং সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচটিতে শেষ পর্যন্ত জয় পেয়েছে কার্লো আনচেলোত্তির রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে উত্তেজনাপূর্ণ পেনাল্টি শুট আউটে সিটিকে পরাস্ত করেছে মাদ্রিদের দলটি!
রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়ালের ঘরের মাঠ শান্তিয়াগো বার্নাবোতে। এই ম্যাচে দু'দলই দুর্দান্ত পারফরমেন্স করে। যার ফলস্বরূপ তিন-তিন গোলের ড্রয়ের মধ্য দিয়েই শেষ হয় প্রথম লেগের লড়াই। রিয়ালের মাটিতে রিয়ালকে আটকে দিয়ে সেমিফাইনালে দৌড়ে এগিয়ে যায় ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির মধ্যকার দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হয় ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। প্রথম লেগে রিয়ালের মাটিতে ড্রয়ের পর নিজেদের মাটিতে নিঃসন্দেহে এগিয়ে ছিলো পেপ গার্দিওলার ম্যানচেষ্টার সিটি। জয়ের লক্ষেই সিডির বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ডের চ্যাম্পিয়নরা। কিন্তু রীতিমতো রিয়ালকে চমকে দিয়েই রিয়ালের ঘরের মাঠে ড্র করে মাদ্রিদ।
এই ম্যাচে ম্যানচেস্টার সিটি শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে। তবে ম্যাচের ১২ তম মিনিটে কাউন্টার এটাক থেকে ভিনিসিয়াস জুনিয়য়ের অসাধারণ পাশ থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে এওয়ে গোল আদায় করে নেয় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্টার রদ্রিগো। ম্যাচের শুরুর দিকে গোল কনসিডের পর স্বাগতিক ম্যানচেস্টার সিটি ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। কিন্ত প্রথমার্ধে দলটি ব্যর্থ হয় কাঙ্খিত গোল আদায় করে নিতে!
বিরতি থেকে ফিরে স্বাগতিক ম্যানচেস্টার সিটি একের পর এক আক্রমণ চালাতে থাকে রিয়াল মাদ্রিদের গোলবারের দিকে। কিন্তু বরাবরই তারা ব্যর্থ ছিল রিয়াল মাদ্রিদের গোলকিপার এর কাছে । ম্যাচের ৭৬ তম মিনিটে ম্যানচেস্টার সিটির প্লেয়ার কেভেন ডে ব্রুইয়া অসাধারণ এক ফিনিশিংয়ে রিয়ালের গোলকিপারকে পরাস্ত করে গোল করতে অভয়। হলে ম্যাচে সমতায় ফিরে স্বাগতিক ম্যানচেষ্টার সিটি। নির্ধারিত খেলা শেষে আর কোন দল কল করতে না পারলে পেনাল্টি শুট আউটে। সেখানেই বাজিমাত করে রিয়াল!
পেনাল্টি শুট আউটে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কোয়ালিফাই করে রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে আরেক ম্যাচ দুর্দান্ত ফর্মে থাকা চেসিকে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। সময়ের অন্যতম সেরা এই দুই ক্লাবের লড়াইয়ে জয়টা আসবে কার পক্ষে?
Pixabay