পাঞ্জাব কিংসের রেকর্ড জয় !

in #sports8 months ago

২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একের পর এক রেকর্ড গড়ছে অংশগ্রহণকারী দলগুলো। প্রায় প্রতিটি ম্যাচেই নাটকীয়তার সাক্ষী হচ্ছে ভক্ত সমর্থকরা। পাহাড়সম রান সংগ্রহ করেও জয়ের দেখা পাচ্ছে না দলগুলো। গতকাল এমনই একটি ম্যাচের সাক্ষী হয়েছে পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের সমর্থকেরা। ভারতের ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেনে অনুষ্ঠিত পাঞ্জাব সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচে ২৬২ রান চেজ করে জয়ের রেকর্ড করেছে পাঞ্জাব। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে যা সর্বোচ্চ রান চেজ করে জয়ের অনন্য রেকর্ড!

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024 সিজনে দুর্দান্ত ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলটির বিদেশি তারকাদের অসাধারণ পারফরমেন্স এবং পাশাপাশি দেশি খেলোয়াড়দের সাপোর্টিভ ইনিংসে ভর করে দলটি ৮ ম্যাচে 5 জয় নিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে। বিশেষ করে ইংল্যান্ড ব্যাটসম্যান ফিলিপ সল্ট এবং শুনিল নারাইন প্রতিটি ম্যাচেই কলকাতার হয়ে অসাধারণ পারফরম্যান্স করে আসছে। তাই পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিলো দলটি!

অপরদিকে এবারের আইপিএল মৌসুমটা তেমন ভালো যাচ্ছেনে পাঞ্জাব কিংসের। কলকাতার বিপক্ষে ম্যাচের আগে ৮ ম্যাচের মাত্র দুইটিতে জয় পেয়ে দলটির অবস্থান ছিল পয়েন্ট টেবিলের তলানির দিকে। তাই কলকাতার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না পাঞ্জাব কিংসের। এবারের সিজনে পাঞ্জাবের হয়ে বেশ কিছু তরুণ খেলোয়ার দুর্দান্ত পারফরম্যান্স করেছে। কিন্তু প্রয়োজনীয় দলীয় পারফরম্যান্সের অভাবে দলটি পায়নি তাদের কাঙ্ক্ষিত জয়ের দেখা।

কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মধ্যাকর ৪২ তম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব কিংস। মূলত কলকাতার ব্যাটিং পিচে স্বাগতিকদের অল্প আনে আটকে দেওয়াই ছিলো দলটির মূল লক্ষ। কিন্তু পাঞ্জাব কিংসের বোলাররা ব্যর্থ হয়েছিলো তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে। কলকাতার হয়ে শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা ফিলিপ সল্ট এবং সুনিল নারিন অসাধারণ পারফরমেন্স করে। মাত্র দল ওভারেই ১৩৮ রানের পার্টনারশিপ গড়ে এই দুই ওপেনার।

দলীয় ১৩৮ রানে সুনিল নারিন ৩২ বলে ৭১ রান করে বিদায় নিলে ভাঙ্গে এই অবিশ্বাস্য জুটি। নারিন বিদায় নিলো ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে যায় ফিলিপ সল্ট। সল্টের পাশাপাশি ক্যাপ্টেন শ্রায়েস আইয়ার এবং ভেনকাটিশ আয়ারে অসাধারণ ব্যাটিং পারফরমেন্সে ২৬১ রানের বিশাল টার্গেট দাঁড় করায় স্বাগতিক কলকাতা নাইট রাইডার্স। এতো রাজ চেজ করে জয় পাওয়াটা মোটেও সম্ভব ছিল না পাঞ্জাব কিংসের জন্য। কেননা এর আগে কখনোই টি-টোয়েন্টিতে এতো রান চেজ করে জয় পাইনি কোন দল। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছে পাঞ্জাব কিংস এর ব্যাটসম্যানরা!

কলকাতার পাহাড় সমরানের টার্গেটে ব্যাটিং করতে নেমে অবিশ্বাস্য ইনিংস উপহার দিয়ে দুই ওপেনার জনি বেয়ারিস্টো এবং প্রাভসিমরান সিং। পাওয়ারপ্লেতে ৯৩ রান সংগ্রহ করে এই দুই ওপেনার যা ম্যাচে জয়ের ভিত্তি করে দেয়। কলকাতা নাইট রাইডার্স এর বোলারদের একের পর এক চার ছক্কা হাকিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করে জনি বেয়ারিস্টো। তার পাশাপাশি পাঞ্জাবের হয়ে ফিনিশিংটা দুর্দান্ত করে দলটির আরেক প্রতিভাবান ব্যাটসম্যান শশাংক সিং। হলে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে রেকর্ড গরে জয় পায় পাঞ্জাব কিংস !


image.png
Punjab KIngs