জুনের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই। ওয়েস্ট ইন্ডিজ এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মাটিতে অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ২০টি দল। ইতিমধ্যে নির্ধারিত হয়েছে চূড়ান্ত দলগুলোর নাম। বিশ্বের সবচাইতে শক্তিশালী দলগুলো পাশাপাশি এবার অংশগ্রহণ করবে সহযোগী ক্রিকেট দেশগুলো। তাইতো ২০ ওভারের বৈশ্বিক লড়াই উপভোগের উদ্দেশ্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেট প্রেমীরা!
প্রতিবারই বিশ্বকাপকে সামনে রেখে আলোচনা আর সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ে ক্রিকেটবিশ্লেষক আর ভক্ত সমর্থকরা। সবাই নিচ নিজ দলের সমর্থনে রাখেনা বিন্দুমাত্র ত্রুটি। তবে শেষ পর্যন্ত মাঠের লড়াই ভালো দলটিই জয় করে বৈশ্বিক শিরোপা। তবে এবারের বিশ্বকাপের ফেভারিট দলগুলোকে? ইতিমধ্যেই অনেক ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা তাদের পছন্দের তালিকা প্রকাশ করেছে। সবাই এগিয়ে রাখছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং পাকিস্তানকেই!
এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিটের তালিকায় এক নম্বরে থাকবে বর্তমান ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিনটি ডিপার্টমেন্টেই দলটির রয়েছে বিশ্বমানের তারকা খেলোয়ার। টপ অর্ডারে ফিলিপ সল্ট, মেথেউ ওয়েডের পাশাপাশি বোলিংয়ে মিচেল স্টার্ক এবং প্যাট ক্যামিন্স সবাই রয়েছে দুর্দান্ত ফর্মে। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লড়াই অসাধারণ পারফরম্যান্স করেছে অস্ট্রেলিয়ান প্লেয়াররা। আমেরিকার ব্যাটিং কন্ডিশনে অস্ট্রেলিয়া থেকে ভালো দল আর কে হতে পারে?
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিটের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে ভারত। বিশ্বের অন্যতম শক্তিশালী ও তারকাবহুল দলটি প্রতিটি টুর্নামেন্টেই ভালো পারফরম্যান্স করতে দেখা যায়। দলটিতে রয়েছে বিরাট কোহলি, রোহিত শার্মা, হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রিত বোমরার মতো বিশ্বমানের সেরা তারকা। পাশাপাশি দলটিতে জায়গা পেয়েছে সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করা দীনেশ কার্তিক, শিভাম ডুবেসহ বেশ কিছু খেলোয়ার। দলটি তাদের সামর্থের সবটুকু দিতে পারলে ট্রফিটা হয়তো তাদের হাতেই উঠবে!
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিটের তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল। ইংল্যান্ড বরাবরই একটি ব্যালেন্স টিম। সর্বশেষ t20 বিশ্বকাপে ভারতের মাটিতে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করে নিয়েছিল দলটি। তারা চাইবে এবারের বিশ্বকাপেও শিরোপা ধরে রাখতে। তাছাড়া দলটির শক্তিমত্তাও কোন অংশে কম নয়। ভারত আর অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে আবারো বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নিতে যঠে ক্যাপাবল দলটি!
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পর চতুর্থ অবস্থানে থাকবে বেশ কয়েকটি দল। পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিন আফ্রিকাও শিরোপার বড় দাবিদার। সর্বশেষ মৌসুমে এই পাকিস্তানকে হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল ইংল্যান্ড দল। তাই পাকিস্তান চাইবে সর্বশেষ সিজনে অধরা বিশ্বকাপকে জয় করে নিতে। অপরদিকে প্রতিবার দুর্দান্ত দল তৈরি করেও শিরোপা জয় করতে ববাবরই ব্যর্থ নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। এবারও তারা বেশ শক্তিশালী একাদশ গঠন করেছে। দল দুটি খুব করে চাইবে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে!