আবারো ফুটবল বিশ্বকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মেঘা ফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকালের সেরা দলটি এবার হারিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে। এই ম্যাচে ১-০ গোলে পিছিয়ে থাকার পরও রীতিমতো নাটকীয়ভাবেই শেষ মুহূর্তে জয় পেয়েছে রিয়াল। ক্রিকেটে পাকিস্তান আর ফুটবলে রিয়াল মাদ্রিদ পুরোই আনপ্রেডিক্টেবল দল। তারই প্রমান মিললো রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখের সেমিফাইনালের লড়াইতে!
২০২৩/২৪ চ্যাম্পিয়ন লীগ সিজনে দুর্দান্ত পারফরমেন্স করে চলছে রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বের লড়াইয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করেছিলো কার্লো আনচেলোত্তির রিয়াল মাদ্রিদ। রাউন্ড অফ সিক্সটিনে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল জার্মান ক্লাব লেইপজিগের বিপক্ষে। যেখানে রিয়াল দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছিল। রাউন্ড অফ সিক্সটিনের পর কোয়ার্টার ফাইনালে সবচেয়ে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল রিয়াল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকেও চমকে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
অপরদিকে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ নেই তাদের সেরা ফর্মে। দীর্ঘ এক যুগেরও পর জার্মান লীগে বায়ার লেভারকুসেনের কাছে শিরোপা হাতছাড়া করেছে দলটি। তবে ঘরোয়া লিগে আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হলেও চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স ছিলো অসাধারণ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব পার করেছিলো দলটি। পরবর্তীতে রাউন্ড অফ সিক্সটিন এবং কোয়ার্টার ফাইনালে আর্সেনাল এবং বার্সেলোনার মত কঠিন প্রতিপক্ষ কে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় জার্মান ক্লাবটি।
রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের মধ্যাকর সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বায়ার্নের ঘরের মাঠ আলেজ আরেনায়। ইউরোপের দুই শক্তিশালী দলের এই লড়াইয়ে জয় পাইনি কোন দল। বায়ার্নের ঘরের মাঠে ২-২ গোলের ড্রয়ের মধ্য দিয়ে শেষ হই হাইভোল্টেজ এই ম্যাচের লড়াই। বায়ার্নে হয়ে গোল করে লিওরো সানে এবং হেইরি কেইন। অপরদিকে রিয়ালের হয়ে দুটি গোলই করে দলটির ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ার জুনিয়র।
প্রথম লেগে ড্রয়ের পর রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের ফাইনালের ভাগ্য নির্ভর করছিল দ্বিতীয় লেগে ফলাফলের উপর। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে অনুষ্ঠিত এই ম্যাচে রিয়ালকেই ফেভারিট মানছিলো ফুটবল বিশ্লেষকরা। তবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয় পাওয়াটা মোটেও সহজ ছিলোনা রিয়ালের জন্য। দ্বিতীয় লেগে ভালোই পরীক্ষা দিতে হয়েছে রিয়ালকে। রিয়াল মাদ্রিদ নাটকীয়ভাবে এই ম্যাচে জয় পেলেও ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিলো সফরকারি বায়ার্ন মিউনিখ।
২য় লেগে প্রথম লেগে ভালো খেলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি কোন দল। তবে বিরতির পর ম্যাচের ৬৮ তম মিনিটে অসাধারণ গোল উপহার দেয় বায়ার্ন ডিফেন্ডার ডেভিস। ফলে রিয়ালকে চমকে দিয়ে ম্যাচে এগিয়ে যায় সফরকারীরা। তারপরই ফুটবল প্রেমীরা সাক্ষী হয় শেষ সময়ের অসাধারণ এক টিপিকাল রিয়াল কামব্যাকের৷ ম্যাচের ৮৮ ওবং ৯০+১ মিনিটে দুই গোল করে জুসেলো। ফলে ৪-৩ ব্যবধানে অবিশ্বাস্য এক জয় নিয়ে মেঘা ফাইনালে কোয়ালিফাই করে রিয়াল মাদ্রিদ।
REAL MADRID