An unforgettable run for Bayer 04 Leverkusen 💥💥

in #sports8 months ago

স্বপ্নের মত একটি মৌসুম পার করছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। বুন্দেসলীগার ইতিহাসে কখনো শিরোপা জয় করতে না পারা দলটি সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো জয় করেছে লীগ শিরোপা। শুধু তাই নয় এবারের মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে জার্মানি ক্লাবটি। বুন্দেসলীগার সর্বকালের সেরা ক্লাব বায়ার্ন মিউনিখের মতো দলকে পিছনে ফেলে তাদের এই শিরোপা অর্জন। বুন্দেসলীগার ২০২৩/২৪ মৌসুমে বায়ার লেভারকুসেন পাচ ম্যাচ হাতে রেখেই শিরোপা জয়ের উল্লাসে মেতেছে!

বায়ার লেভারকুসেন নামক ক্লাবটির জন্ম হয়েছিলো ১৯০৪ সালের পহেলা জুলাই। জার্মান ফার্মাসিটিক্যাল কোম্পানির মালিক বায়েরের হাত ধরেই শুভ সূচনা এই ফুটবল ক্লাবটির। তারপর থেকে ১২০ বছরের পথচলা বায়ার লেভারকুসেন। ১২০ বছরের ইতিহাসের জার্মান ক্লাবটি বহুবার জার্মান শীর্ষ ফুটবল লীগ বুন্দেসলীগায় অংশগ্রহণ করলেও কখনো জিততে পারেনি বুন্দেসলীগার শিরোপা। কয়েকবার পয়েন্ট টেবিলের শেষ পাচে জায়গা করে নিতে পারলেও শিরোপার ছিলো ধরাছোয়ার বাইরেই!

২০২২ সালে বায়ার লেভারকুসেনের হেড কোচের দায়িত্ব নেন জাবি আলোনসো। তার দায়িত্ব নেওয়ার আগের সিজনে দলটি বুন্দেসলীগা শেষ করেছিলো পয়েন্ট টেবিলের তলানিতে থেকে। কিন্তু জাভি আলোনসো দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরো প্রেক্ষাপট বদলে যেতে থাকে বায়ার লেভারকুসেনের। বড় দলগুলোর সাথে পাল্লা দিয়ে শিরোপার লড়াইয়ে এগিয়ে যেতে থাকে
দলটি। তবে কোচ জাভি আলোনসো তার সেরাটা দিতে ব্যর্থ হয়েছিলো সেবার।

২০২৩/২৪ বুন্দেসলীগা সিজনের শুরুটা অনবদ্য করেছিলো বায়ার লেভারকুসেন। তরুন প্রতিভাবান প্লেয়ারদেরকে নিয়ে সাজানো দলটি প্রতি ম্যাচেই পারফর্ম করছিলো মাঠের লড়াইয়ে। বুন্দেসলীগায় প্রথম দশ ম্যাচের দশটিতেই অপরাজিত থেকে জাভি আলোনসোর দল জানান দিয়েছিল একটি ভালো মৌসুমের। ফ্লোরিয়ান এবং জনাথন টাহসহ দলের প্রতিটি প্লেয়ার তাদের সেরাটা দিতে প্রস্তুত ছিলো বায়ার লেভারকুসেনের হয়ে!

অসাধারণ পারফরমেন্সে ধারাবাহিকতায় দলটি হারায় বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডসহ জার্মান লীগের প্রতিটি শক্তিশালী দলগুলোকে। প্রায় এক যুগ ধরে বুন্দেসলীগার শিরোপা জয় করে আসা বায়ার্ন মিউনিখ ব্যর্থ হয় বায়ার লেভারকুসেনের বিপক্ষে কাক্ষিত জয় পেতে। একের পর এক ম্যাচ জিতে দলটি উঠে আসে পয়েন্ট টেবিলের একেবারে প্রথম স্থানে।

একপ্রান্তে বায়ার লেভারকুসেনের অসাধারণ পারফরম্যান্স এবং অন্যপ্রান্তে শিরোপার বড় দাবিদার বায়ার্ন মিউনিখের বাজে পারফরম্যান্স জাবি আলোনসোর দলকে শিরোপা জয়ে ফেভারিট করে তোলে। সেই সুযোগ কাজে লাগাতে মোটেও ব্যর্থ হয়নি বায়ার লেভারকুসেন। টানা ৪৬ ম্যাচ অপরাজিত থাকা দলটি চার ম্যাচ হাতে রেখেই বুন্দেসলীগার শিরোপা জয়ের রেকর্ড গড়ে । ফলে দীর্ঘ এক যুগ পরে বায়ার্ন মিউনিখ শ্রেষ্ঠত্বের অবসান ঘটে জার্মানিতে!


1000018591.jpg
BAYER 04 LEVERKUSEN

Sort:  

Congratulations @fa-him! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You have been a buzzy bee and published a post every day of the week.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out our last posts:

Hive Power Up Day - May 1st 2024