ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়। 🏏

in #sportslast year

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার একদিনের ক্রিকেটে তিন ম্যাচের সিরিজে ২-১ তে ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এই বছর ২০২৩ বিশ্বকাপে নিজেদের ছন্দ হারিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল ক্যারিবিয়ানরা। নিজেদের মাটিতে ২৫ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মুখ দেখলো ওয়েস্ট ইন্ডিজ। আর ঘরে ও বাইরে মিলে ১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় পেলো তারা। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর সবাই আশ্চর্য হয়ে যায়। এত বড় একটা দল দিন দিন ওয়ানডে ফরমেটে নিজেদের ছন্দ হারিয়ে ফেলছে।

FB_IMG_1702311873210.jpg
Windies Cricket

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ওয়ানডে ফরমেটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় দিয়ে নিজেদের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা। এই দিকে ২০১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল এইবার বিশ্বকাপে নয় ম্যাচের মধ্যে শুধু তিন ম্যাচ জিতে ইংল্যান্ডও নিজেদের ছন্দের বাইরে এখন তারা। এই সিরিজটা দুই দলের জন্যই ছিলো নিজেদের ছন্দে ফেরার লড়াই। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সমতায় ফেরে সিরিজ। আর তৃতীয় ম্যাচে প্রথমে ইংল্যান্ড ব্যাট করে ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ২০৬ রান। আর ৩১ ওভার চার বলে ৪ উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

গত ম্যাচে ইংল্যান্ডের হয়ে মূল একাদশে খেলেছেন ফিলিপ সল্ট, উইল জ্যাকস, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে মূল একাদশে খেলেছেন অ্যালিক অ্যাথানাজে, ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ইয়ানিক ক্যারিয়া, আলজারি জোসেফ, গুদাকেশ মতি, ম্যাথিউ ফোর্ড।

শুরুতে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আর ইংল্যান্ড ব্যাট করতে নেমে শুরু থেকেই ক্যারিবিয়ানদের বোলিং দাপটে ব্যাটিং বিপর্যয়ে ইংলিশরা। দশ ওভার শেষ না হতেই ৪৯ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। শুরুতে পাঁচ উইকেট হারিয়ে বসলে যে কোনো দলের জন্য এটা চরম বিপর্যয়। এরপর বেন ডকেট ও লিয়াম লিভিংস্টোন মিলে ৮৮ রানের পার্টনারশিপ করে দলকে এগিয়ে নিয়ে যায়। ৭৩ বলে ৭১ রান করে আউট হন বেন ডকেট এবং ৫৬ বলে ৪৫ রান করেন লিয়াম লিভিংস্টোন। এরপর বোলাররা টুকটাক রান করে দলকে ২০৬ রানে পৌঁছে নিয়ে যায়।

আর এইদিকে সর্বোচ্চ উইকেট তুলে নেন ম্যাথু ফোর্ড ও আলজারি জোসেফ। দুইজনই ৮ ওভার খরচ করে ৩ উইকেট তুলে নেয়। ওয়েস্ট ইন্ডিজের তরুণ বোলার ম্যাথু ফোর্ড নিজের অভিষেক ম্যাচেই বল হাতে ৩ উইকেট তুলে নেয়। ৮ ওভার বল করে ২৯ রান খরচ করে নেন ৩ উইকেট। আর এই দিকে বল হাতে আলজারি জোসেফ ৮ ওভার বল করে ৬১ রান খরচ করে তুলে নেয় ৩ উইকেট। আর ৮ ওভার বল করে ৫০ রান খরচ করে ২ উইকেট তুলে নেয় রোমারিও শেফার্ড। তাদের এই দুর্দান্ত বোলিংয়ে ২০৬ রানেই থামিয়ে দেয় ইংলিশদের ইনিংস।

FB_IMG_1702312097381.jpg
Windies Cricket

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ রানের সময় প্রথম উইকেট হারায় ক্যারিবিয়ানরা। তিন বলে এক রান করে প্রথমে আউট হন ব্র্যান্ডন কিং। তবে এরপর বাকিরা মোটামুটি ধীরে স্থিরে খেলেই খুব সহজেই দলকে জয়ের দিকে নিয়ে গিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫১ বলে ৪৫ রান করেছেন তাদের তরুণ ওপেনার অলিক আথানাজে। ৫৮ বলে ৫০ রান করেন আর এক তরুণ খেলোয়াড় কেসি কার্টি। ১০ বলে ১৫ রান করেন অধিনায়ক শাই হোপ। ২৮ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন রোমারিও শেফার্ড। সব শেষে দলের যৌথ চেষ্টায় ৩১ ওভার ৪ বলে ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।