The channels that Bangladesh will directly show in the Bangladesh-Afghanistan match

in #sports7 years ago

দীর্ঘ দুই মাস পর আবারো মাঠে নামছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের দেরাদুনে অবস্থান করছে বাংলাদেশ দল। উত্তরাখণ্ডের রাজীব গান্ধী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সিরিজের সবকটি ম্যাচ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ থেকে।

এই সিরিজের সবকটি ম্যাচ দেখা যাবে গাজী টিভিতে (GTV)। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা যাবে ম্যাচগুলো।

এছাড়া আরও যেসব দেশের চ্যানেলে দেখা যাবে খেলাগুলো।

ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপে সরাসরি সম্প্রচার করবে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস ও হটস্টার।

পাকিস্তানে দেখা যাবে তাদের নিজস্ব চ্যানেলে পিটিভি স্পোর্টসে।
নিউজিল্যান্ডে দেখা যাবে স্কাই স্পোর্টস এনজে চ্যানেলে।
যুক্তরাষ্ট্রে দেখা যাবে উইলো টিভিতে।
দক্ষিণ আফ্রিকাতে দেখা যাবে সুপার স্পোর্টসে।
যুক্তরাজ্যে দেখা যাবে স্কাই স্পোর্টস ক্রিকেটে।
অস্ট্রেলিয়াতে সম্প্রচার করবে ফক্স স্পোর্টস।
কানাডাতে দেখা যাবে এটিএন ক্রিকেট প্লাস চ্যানেলে।
ওয়েস্ট ইন্ডিজে দেখা যাবে ইএসপিএন ক্যারিবীয়ান চ্যানেলে।

আগামী ৩ জুন শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৫ ও ৭ তারিখে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।

Sort:  

This post has received a 0.63 % upvote from @drotto thanks to: @mdaminulislam.

You got a 1.45% upvote from @brupvoter courtesy of @mdaminulislam!