“এতো দিন কোথায় ছিলে”
- হামিদুল হক তরুন
এতোদিন কোথায় ছিলে প্রিয়তমা
শুন্যে আমাকে একাকী ফেলে
যেখানে ছিলোনা তোমার কেশের দোলা
দেখতে পাইনি ঐ হাসি আঁখি মেলে।
আমি তো ভেবেছি সারাক্ষণ বসে
জনমটা বুঝি বৃথাই গেলো!
আহা! ছোট্ট এই জীবনটাতে
কতো কিছুই না পাবার ছিলো।
তোমার কি আমায় পড়েনি মনে?
থেকেছো কি পাষাণ হয়ে?
আামর দু’চোখ দুর গগনে
খুঁজেছে তোমায় হন্যে হয়ে।
দিবা-নিশি প্রতি ক্ষণ হায়
ভেঁসেছি আমি আঁখি জলে
তুমি বিনা আমি বড় অসহায়
বলোনা এতোদিন কোথায় ছিলে ?