স্টীমইট এ সরাসরি ইমেজ আপলোড করা যায় না। ইমেজ আপলোডের জন্য কোন ইমেজ হোস্টিং ওয়েব সাইটে ইমেজটিকে আপলোড করতে হয়। তার পর সেখান থেকে ইমেজের ডিরেক্ট লিংক কপি করে স্টীমইট এ ব্যবহার করতে হবে।
পোষ্ট এর এডিটর মোডে ইমেজ সংযুক্ত করার জন্য ইমেজ আইকোনে ক্লিক করে লিংক পেষ্ট করতে হবে।
আর Raw HTML মোডে নিচের মত করে সংযুক্ত করতে হবে।
<img src="imagelink">
কমেন্ট এবং রিপ্লাই এর ক্ষেত্রেও ২য় পদ্ধতিতে করতে হবে।
কিছু ফ্রি ইমেজ হোস্টিং লিংক
good
very good
স্যার, এই নিয়মটাতো বোধ হয়,কম্পিউটারের জন্যো,,, ফোনের জন্য কি করতে হবে,,,নাকি একই নিয়মে ছবি আপলোড করবো,,,,,,,,,,?
একই নিয়ম।
স্যার আমি পাবলিক ছাইটে ছবি পোষ্ট করতে পারছি না
ফিরোজ এর সমস্যা এখনও সমাধান হয় নাই?