It is okay ... Mayor Upazila chairmen will not be nominated for the sake of reducing party grouping.
But there is a district named Pirojpur.
One leader was an exception. He was the mayor of the BNP era. In the difficult times of 2008 he was the only elected representative of Awami League. He protested with courage and courage. Standing beside the activists, they re-established themselves. About 90 percent of all Awami League activists went to him and loved him. And the general people had already been with him for his work as mayor.
He started the national party program with everyone. The Awami League and the co-operative organizations, who were stuck in the seat, again started the streets. Honorable Prime Minister began to promote the development. At one stage he was elected as the Vice President of the District Awami League. Dear gentleman, if you do not understand this man's grief and pain, who will understand ..?
His name was Alhaj Habibur Rahman Malek. Today he is the symbol of unity of Pirojpur Awami League. Among the nominees, he is the poorest of money and lobbying, but he is the most prosperous in the love of the people and the leaders. More than all the yoyan yojana movement. Because of which almost every day people in Pirojpur, Nazirpur and Swarupkathi jointly held rally and people and party leaders and activists gathered in procession. These are pure and true truths.
There are many organizations for the survey of favorite leaders. If no one is bought, all the reports will stop coming to the name of "Malek". And no one can buy the leader of the leader, whose name is "grassroots". We are that "grassroots"
That "we" will not lie to you In this seat, two wins are able to win. One is the grandson of Sheikh Hasina. Without the leader and who has the power to win, undoubtedly he is Alhaj Habibur Rahman Malek These words are saying love to the boy, but I love the leader. Because we do not want to lose a seat.
A fair decision ... A sure winner is the important seat ...
---------------------------------------------- The grassroots
আচ্ছা ঠিকাছে...মেয়র, উপজেলা চেয়ারম্যানদের দলীয় গ্রুপিং কমাবার স্বার্থে মনোনয়ন দেওয়া হবে না।
কিন্তু পিরোজপুর নামে যে একটি জেলা আছে।
একজন নেতা ব্যাতিক্রম ছিলেন। তিনি বিএনপির আমলেই মেয়র হয়েছিলেন। ২০০৮ এর কঠিন সময়ে তিনি এখানে আওয়ামীলীগের একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। তিনি প্রতিবাদ করলেন দুর্বার সাহস নিয়ে। নেতাকর্মীদের পাশে দাড়িয়ে তাদের পূনপ্রতিষ্ঠা করলেন। সকল আওয়ামী সংগঠনের প্রায় ৯০ ভাগ নেতাকর্মী তার দিকে চলে গেল তাকে ভালোবেসে। আর সাধারণ জনগণ তো তার সাথে আগে থেকেই ছিল মেয়র হিসেবে তার সুকর্মের জন্যে।
তিনি সবাইকে নিয়ে জাতীয় দলীয় কর্মসূচী পালন করা শুরু করলেন। এই আসনে অচল হয়ে পড়া আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠন গুলোকে আবারো রাজপথে সচল করলেন। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রচার করা শুরু করলেন। একপর্যায়ে পুরুষ্কার হিসাবে তিনি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নির্বাচিত হলেন। প্রিয় জননেত্রী আপনি যদি এই মানুষটির দুঃখ ও কষ্ট না বোঝেন কে বুঝবে..?
তার নাম আলহাজ্ব হাবিবুর রহমান মালেক। আজ তিনি পিরোজপুর আওয়ামীলীগের একতার প্রতীক। মনোনয়ন প্রার্থীদের মধ্যে টাকাপয়সা ও লবিং এর দিক থেকে তিনি সবচেয়ে গরীব, কিন্তু জনগন এবং নেতাকর্মীর ভালোবাসায় তিনি সব'চে সমৃদ্ধশালী। সবার চেয়ে যোজন যোজন দুরত্বে আগানো। যেকারনে প্রায় প্রতিদিনই পিরোজপুর, নাজিরপুর ও স্বরুপকাঠীতে একযোগে তাকে নৌকার প্রার্থী চেয়ে জনগন এবং দলীয় নেতাকর্মীরা মিছিল সমাবেশ করছে। এগুলো নির্ভেজাল এবং নিখাদ সত্য।
প্রিয় নেত্রীর মাঠ জরিপের জন্য অনেকগুলো সংস্থা রয়েছে। যদি কাউকে কেনা না যায়, তাহলে সবার রিপোর্ট "মালেক" নামটিতেই এসে থামবে। আর নেত্রীর যে সংস্থাটিকে কেউ কিনতে পারবে না, তার নাম "তৃনমূল"। আমরা সেই " তৃনমূল"।
সেই "আমরা" আপনাকে মিথ্যা বলবো না। এই আসনে দুজন জয়ের সামর্থ্য রাখেন। একজন হলেন জননেত্রী শেখ হাসিনা। নেত্রী ব্যাতিত আর যিনি জয়ের ক্ষমতা রাখেন নিঃসন্দেহে তিনি আলহাজ্ব হাবিবুর রহমান মালেক। এই কথাগুলো মালেক মামাকে ভালোবেসে বলছি..তা নয়, নেত্রীকে ভালোবেসে বলছি। কারন আমরা চাই না একটা আসন হারাতে।
একটি সঠিক সিদ্ধান্ত.....একটি নিশ্চিত বিজয়ী গুরুত্বপূর্ন আসন।।।
---------------------------------------------- তৃনমূল