In this post i have explained a short discryption of Steemit. Hope my Bengali friends will get some help from this post.
স্টিমিট সম্পর্কে এক পোস্টে বলা সম্ভব নয় তাই ধারাবাহিক ভাবে পোস্ট করা হবে। তো সেই ধারাবাহিক পোস্টের প্রথম পর্ব তাহলে শুরু করা যাক।
১|স্টিমিট কি?
স্টিমিট একটি সোস্যাল নেটওয়ার্ক যেমন ফেইসবুক। কিন্ত এখান থেকে আপনি টাকা আয় করতে পারবেন।এখানে মূলত আপভোটের মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন।
২|রেপুটেশন/Rank কি?
আপনারা সবাই দেখেছেন যে প্রত্যেক স্টিমিট মেম্বারদের username এর পাশে ব্র্যাকেট এ একটা নাম্বার থাকে ঐটাই হলো রেপুটেশন।আপনার রেপুটেশন যত বেশি থাকবে আপনার আর্ন ততো বেশি হবে। রেপুটেশন বারানোর জন্য প্রচুর কমেন্ট করুন।যখন কেউ আপনার কমেন্টে আপভোট/রিপ্লাই দিবে তখন আপনার রেপুটেশন বারবে।
৩|আপভোট কি?
আপভোট হলো লাইকের মতো।যখন আপনি কোনো পোস্ট দিবেন এবং তাতে কেউ আপভোট দিবে তখন আপনার আর্ন হবে।আপনি পার আপভোটে কতো আর্ন করতে পারবেন তা নির্ভর করবে আপনাকে যে আপভোট দিবে তার ভোটিং পাওয়ারের উপর।
৪|স্টিম পাওয়ার কি?
স্টিমিট এ এটাই প্রধান জিনিষ এটাই ঠিক করবে আপনি প্রতিদিন কতটি পোস্ট করতে পারবেন আপনার আপভোটের পাওয়ার কতো। এটা বাড়ানো।সিস্টেম পরবর্তি পোস্টে জানানো হবে।
৫|স্টিম কি?
এটা হলো আপনার স্টিমিট রিওয়ার্ড।প্রতি সপ্তাহে আপনাকে আপনার রিওয়ার্ড দিয়ে দেওয়া হবে স্টিমে যেটা আপনি স্টিম ডলারে Convert করে উইতড্র দিতে পারবেন বা প্রাপ্ত স্টিম দিয়ে স্টিম পাওয়ার বাড়াতে পারবেন।সবাইকে বলছি আপনারা যে যা রিওয়ার্ড পান তা জমিয়ে রাখুন ঐগুলা দিয়া স্টিম পাওয়ার কিনবেন।এতে কোন লস নাই যা ইনভেস্ট করবেন তার তিনগুন আয় করতে পারবেন।
৬|স্টিম ডলার কি?
এটা হলো স্টিমিট কারেন্সি যা দ্বারা আপনি ট্রেড,,এক্সচেন্জ করতে পারবেন।
এবার সবাইকে কিছু কথা বলি মনোযোগ দিয়ে পড়ুন।স্টিমিট এ কপি পাস্ট করবেন না এতে আপনার রেপুটেশন কমে যাবে।
পাচ অক্ষরের বেশি কমেন্ট করুন নাহলে স্টিম রোবটরা আপনাকে স্প্যামার হিসেবে ধরে নেবে।
কোন পোস্টে কমেন্ট করার আগে অবশ্যই পোস্টের বিষয় জেনে তারপর ঐ বিষয়ে কমেন্ট করুন।পুরো পোস্ট না পড়তে ইচ্ছা করলে পোস্টের ট্যাগ দেখে কমেন্ট করুন।
কমেন্ট বা পোস্টে ফলো বা আপভোট চাইবেন না। আপনার কমেন্ট,পোস্ট যদি অন্যদের ভালোলাগে তাহলে আপনার ফলোয়ার এবং আপভোট বেড়ে যাবে এমনিতেই।
তাই স্টিমিট এ এমন পোস্ট বা কমেন্ট করুন যেটা অন্যদের ভালোলাগবে। তাই স্টিমিট এ আপনাদের ক্রিয়েটিভিটি সবার সাথে সেয়ার করুন।
কারো কোন প্রশ্ন থাকলে করতে পারেন।
Thanks for your information.
https://steemit.com/@yasinrobin123/feed
You are most welcome.
nice article bro <3
Thank you.