★★ Ancient Egyptian civilization
The country of the Nile is Egypt. One of the oldest civilizations in the world is Egyptian civilization. About 5000 years ago, this civilization was built on the banks of the Nile River and survived until 323 BC before being defeated by the Greek Emperor Alexander. The mystery of the Pyramid is the subject of scholars research. Egypt's new branch of religion has been formed on Egyptology The only surprise of surviving seven wonders of ancient era is the Pyramid of Egypt. Where the origin, how a huge pyramid, temple, obelisk, or sphinx statue, that mystery has not yet been completely unfolded. The new information is coming out as a result of research, changing the previous ideas. How old Egyptian civilization? 3100 years before Christ's birth, the King Mennes, on the two sides of the Nile, assembled the small and small settlements of the north and the south of the Egyptian Empire. Menes was the first Pharaoh. After this, 31 dynasties ruled the country of the Nile River in Egypt.
Even though it was initially considered to be the beginning, even before the ancient Egyptians, the ancient Egyptian civilization was considered the source of science, in the same way as the ancient Greek civilization in our era, 7,000 years ago even the ancient Egyptian civilization was discovered. In the same way, Greek men of that time considered the civilization of Egyptian civilization as the source of knowledge.
Herodotus, Plato, Pythagoras spent a considerable time in the search of Egyptian knowledge science.
Why Egypt: The river is the center of civilization. Water was needed for daily living, farming, etc. Natural reservoir river was the source of water. Therefore, the ancient civilizations were river-centric. For example, the Mesopotamia was formed in the form of Euphrates, surrounded by the Tigris River, Indus civilization was developed in India, on the banks of the Indus River. Due to the emergence of the African heartland through the Egyptian desert, the Neel River has been found in the Mediterranean Sea. Every year during the rainy season, the Nile floods are flooded. Fertile sedimentation due to this seasonal flooding of the Nilsan was possible due to cultivation.
Primitive people settled on the banks of the Nile River due to the availability of water and food security. This empire was developed on the side of the river about 20 kilometers wide and 500 kilometers along the river.
Religions in ancient Egypt and their gods: From the primitive stone era, the permanent settlement of the Nile River in Egypt was gradually developed. The Egyptians, whose day was no longer a desert country. The ideal place for animal hunting and farming was the country of the Nile Nadia. L. Rattiniti Biswas, living with the people living in the society. How is the creation of the world universe, why is sun, wind, rain, flood etc.? Why man dies? What happens after death? Thinking of these ideas naturally raised them. At first it was surrounded by magic. Devotees and belief in God will be born from the belief in miracles.
In the evolution of society and with the development of civilization, religion was closely linked. The ancient Egyptians wrote their religion beliefs on stone, in tombs, making idols of gods, temples etc.
Dev god: Ancient Egypt has evidence of the existence of more than 2,000 gods and goddesses. There is a difference between the place and the pot between these gods and goddesses. In some places the deity was worshiped as the best, there was no other god other than the other, the gods of the early Egyptian empire Different from the later gods. Some of them were the king of Egypt or Pharaoh who later became the goddess Here he was holding. Some were again a harmful god. The symbolic deities were: Ra, Re (Re), Ta (Ptah), Osiris, Isis Horus, Seth, Hathor, Anubis, Toth, Aten, Amun, Bastet. * Tah - the place of God in Memphis (near Cairo) was the chief of three deities.
Sheikhamat was the head of the lion's lion. He was the destroyer of the enemies of Surya Devi Ra. And his portrait is as a man with a stick in his hand on the sacred pillar of God. He was the creator of the Creator.
The ancient Egyptians believed that the sun was the image of life. Sunrise, sunset, birth, death, and reproduction as soon as it emerges. As a man with the head of eagle bird roaming the Sun god with a sun disc in the sun or disconnecting the god. His main worshiping ground was Yunu or Heliopolis (Sun City). The goddesses appeared in different forms, katapi (cowboy beetle) in the morning, inhuman in the morning, and in the evening, Harrah. The statue of Gija springs is the reflection of the horse. Ra had 9 gods or the Great Ennead chief. He was the supreme judge of the afterlife. An Egyptian Pharaoh, who was considered the supreme god in Egypt's history, was a son-in-law.
The Egyptians believed that the dead would regenerate once. That's why the body was preserved by the mummy. Heroes - Horoscope is the god of the sky. He was the son of Osiris and Isis. After the death of Osiris in the hands of god Seth, he was born. Mother Isis raised her up and fought for 80 years and took revenge for her father's wife.
Thanth is Chandra Deity. After his death, he showed the way of dead people. His portrait is the Caterpillar bird. Writing method inventor Thought.
★★ প্রাচীন মিশরীয় সভ্যতা
নীল নদের দেশ মিশর। পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা হল মিশরীয় সভ্যতা। আজ থেকে প্রায় ৫ হাজার বছর আগে নীল নদের তীরে গড়ে উঠে ছিল এই সভ্যতা এবং টিকে ছিল ৩২৩ খৃস্ট পূর্বাব্দে গ্রীক সম্রাট আলেক্সান্ডারের আক্রমনে পর্যুদস্ত হওয়ার আগ পর্যন্ত। পিরামিডের রহস্য পন্ডিতদের গবেষনার বিষয়। মিশরের উপর গড়ে উঠেছে পূরাতত্বের নতুন শাখা নাম Egyptology। প্রাচীন যুগের সপ্ত আশ্চর্যের মধ্যে আজও টিকে থাকা একমাত্র বিস্ময় মিশরের পিরামিড। কোথা থেকে উৎপত্তি, কিভাবে গড়ে উঠলো বিশাল পিরামিড, মন্দির,ওবেলিস্ক, বা স্ফিংসের মূর্তি সে রহস্য আজও সম্পূর্ন উদ্ঘাটিত হয় নি। নিত্য নতুন তথ্য বেরিয়ে আসছে গবেষনার ফলে, পালটে দিচ্ছে আগের ধারনা গুলোকে। কত পুরানো মিশরীয় সভ্যতা? খৃস্ট জন্মের ৩১০০ বছর আগে রাজা মেনেস নীল নদের উভয় পাশের উত্তর এবং দক্ষিনের ক্ষুদ্র ক্ষুদ্র বসতিগুলোকে একত্রীভূত করে গোড়াপত্তন করেন মিশরীয় সাম্রাজ্যের। মেনেস ছিলেন প্রথম ফারাও। এর পর বংশানুক্রমে ৩১টি রাজবংশ শাসন করেছেন নীল নদের দেশ মিশরকে।
মোটামুটিভাবে এখানেই শুরু ধরা হলেও এরও আগে এমনকি খৃস্টজন্মের ৭,০০০ বছর আগের মিশরীয় সাম্রাজ্যের শিলা লিপি আবিস্কৃত হয়েছে।আমাদের যুগে প্রাচীন গ্রীক সভ্যতাকে যেভাবে জ্ঞান বিজ্ঞানের উৎস বিবেচনা করা হয়, ঠিক একইভাবে ঐ সময়ের গ্রীক মনীষিরা মিশরীয় সভ্যতাকে জ্ঞান বিজ্ঞানের সুতিকাগার বিবেচনা করতেন।
হেরোডেটাস,প্লেটো,পীথাগোরাস সবাই মিশরীয় জ্ঞান বিজ্ঞানের খোজে উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন সেই সময়ের মিশরে।
কেন মিশর: নদী হল সভ্যতার প্রাণ কেন্দ্র। দৈনন্দিন জীবনযাত্রা, চাষাবাস, প্রভৃতি কাজের জন্য প্রয়োজন ছিল জল। প্রাকৃতিক জলাধার নদী ছিল জলের সহজলভ্য উৎস। তাই প্রাচীণ সভ্যতাগুলো ছিল নদীকেন্দ্রিক।উদাহরন স্বরুপ বলা যায় মেসোপটেমিয়া গড়ে উঠেছিল ইউফ্রেটিস,টাইগ্রিস নদীকে ঘিরে, ভারতবর্ষে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদীর তীরে। আফ্রিকার কেন্দ্রস্থল থেকে উৎপন্ন হয়ে মিশরীয় মরুভূমির মধ্য দিয়ে নীল নদ গিয়ে মিশেছে ভূমধ্যসাগরে। প্রতিবছর বর্ষা মৌসুমে নীল নদে বন্যা হত। নীলনদের এই মৌসুমী বন্যা বয়ে আনত উর্বর পলিমাটি ফলে চাষাবাস করা সম্ভব হত।
জলের সহজলভ্যতা এবং খাদ্যের নিশ্চয়তার কারনেই আদিম মানুষ বসতি গড়েছিল নীল নদের তীরে। নদের দুই পাশে ২০ কিলোমিটার চওড়া এবং নদী বরাবর ৫০০ কিলোমিটার এলাকা ব্যাপী গড়ে উঠেছিল এই সাম্রাজ্য।
প্রাচীন মিশরে ধর্ম এবং তাদের দেব দেবতা: আদিম প্রস্তর যুগ থেকেই মিশরের নীল নদীর তীরে ধীরে ধীরে গড়ে উঠেছিল স্থায়ী বসতি। তখন কার দিনের মিশর এখনকার মত মরুভূমির দেশ ছিল না। পশু শিকার এবং চাষাবাসের জন্য আদর্শ স্থান ছিল নীল নদের দেশ মিশর। সমাজ বদ্ধ হয়ে বসবাসের সাথে এল রীতিনীতি বিশ্বাস। কিভাবে বিশ্ব ব্রক্ষান্ডের সৃস্টি হল,সূর্য্য, বাতাস,বৃষ্টি, বন্যা ইত্যাদি কেন হয়? মানূষ মারা যায় কেন? মৃত্যুর পর কি হয়? ইত্যাদি ভাবনা স্বভাবতই তাদের ভাবিয়ে তুলেছিল।জন্ম নিয়েছিল ধর্মীয় বিশ্বাসের। প্রথমে তা ছিল যাদু বিদ্যাকে ঘিরে। অলৌকিক ক্ষমতায় বিশ্বাস থেকে জন্ম নিল দেব দেবতা এবং ঈশ্বরে বিশ্বাস।
সমাজ বিবর্তনে এবং সভ্যতার বিকাশের সাথে ধর্ম ছিল ওতপ্রোতভাবে জড়িত।প্রাচীন মিশরীয়রা তাদের ধর্ম বিশ্বাসকে লিখে রেখেছেন পাথরের গায়ে , সমাধি ক্ষেত্রে, গড়ছিলেন দেব দেবতাদের মূর্তি, মন্দির ইত্যাদি।
দেব দেবতা: প্রাচীন মিশরে ২০০০ এর ও বেশী দেব দেবীর অস্তিত্বের প্রমান পাওয়া যায়।এই দেব দেবতাদের মধ্যে স্থান কাল এবং পাত্রের পার্থক্য ছিল।কোন এক স্থানে যে দেবতা শ্রেষ্ঠ হিসেবে পূজিত হতেন অন্য স্থানে ছিলেন পৃথক অন্য কোন দেবতা, আবার মিশরীয় সাম্রাজ্যের গোড়ার দিকের দেবতারা পরবর্তীকালের দেবতাদের থেকে পৃথক।এদের মধ্যে কয়েকজন ছিলেন মিশরীয় রাজা বা ফারাও যারা পরবর্তীতে দেবতার আসনে অধিষ্ঠিত হন। কেউ কেউ আবার ছিলেন ক্ষতিকর দেবতা।উল্লেখযোগ্য দেবতারা ছিলেনঃ- রা বা রে(Re), তাহ(Ptah) ওসিরিস (Osiris),আইসি্স(Isis) হোরাস(Horus), সেথ(Seth), হাথর (Hathor), আনুবিস (Anubis), থথ(Toth),আটেন (Aten),আমুন (Amun), বাস্তেত (Bastet)।*তাহ- মিশরের মেমফিসে( কায়রো’র নিকটবর্তী স্থান) উপাস্য তিন দেবতার প্রধান ছিলেন তাহ।
শেখমেত ছিলেন সিংহের মাথাওয়ালা দেবী। তিনি সুর্য দেবতা রা’এর শত্রুদের ধ্বংশ কারী ছিলেন আর ।তাহ’র প্রতিকৃতি হল দেবতার পীঠস্থানে হাতে লাঠিওয়ালা মমিকৃত পুরুষ হিসেবে। তিনি ছিলেন সৃস্টিকর্তা দেবতা ।
প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত সূর্য্য হল জীবনের প্রতিচ্ছবি। সূর্য্যোদয়, সূর্য্যাস্ত,পূনরায় উদয় হওয়ার মতই জন্ম,মৃত্যু এবং পূনর্জন্ম। রা দেবতা কে সূর্য চাকতি বা মাথায় সূর্য্য চাকতি বয়ে নিয়ে বেড়ানো ঈগল পাখির মাথা ওয়ালা একজন পুরুষ হিসেবে। তার প্রধান উপাসনা স্থল ছিল ইউনু বা হেলিওপোলিস ( সূর্য্য নগরী)। রা দেবতা বিভিন্ন রুপে আবির্ভূত হতেন, সকালে খেপরী( গুবরে পোকা ), বিকালে আটুম , এবং সন্ধ্যায় হোরাক্তি। গিজার স্ফিংসের মুর্তি হল হোরাক্তির প্রতিফলন। রা ছিলেন ৯ জন দেবতা বা গ্রেট ইনিয়াড( Great Ennead) প্রধান। তিনি ছিলেন পরকালের সর্বোচ্চ বিচারক। মিশরের ইতিহাসে সর্বোচ্চ দেবতা হিসেবে বিবেচিত রা-পুত্র ছিলেন একজন মিশরীয় ফারাও।
মিশরীয়রা বিশ্বাস করত মৃতরা এক সময় পূনর্জন্ম লাভ করবে। সে জন্য দেহ কে মমী করে সংরক্ষন করত।হোরাস- হোরাস হলেন আকাশের দেবতা। তিনি ছিলেন ওসিরিস এবং আইসিসের পূত্র। দেবতা সেথের হাতে ওসিরিস খুন হওয়ার পর তার জন্ম। মা আইসিস তাকে বড় করেন এবং ৮০ বছর ধরে যুদ্ধ করে পিতৃহত্যার প্রতিশোধ নেন।
থথ হলেন চন্দ্র দেবতা। মৃত্যুর পর তিনি মৃতব্যাক্তিদের পথ দেখিয়ে থাকেন। তার প্রতিকৃতি হল সারস শ্রেনীর পাখি। লেখন পদ্ধতির আবিস্কারক থথ।
Congratulations! This post has been upvoted from the communal account, @minnowsupport, by Ratul Ahmed from the Minnow Support Project. It's a witness project run by aggroed, ausbitbank, teamsteem, someguy123, neoxian, followbtcnews, and netuoso. The goal is to help Steemit grow by supporting Minnows. Please find us at the Peace, Abundance, and Liberty Network (PALnet) Discord Channel. It's a completely public and open space to all members of the Steemit community who voluntarily choose to be there.
If you would like to delegate to the Minnow Support Project you can do so by clicking on the following links: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP.
Be sure to leave at least 50SP undelegated on your account.