তিনাপ অভিযান

in #steemit7 years ago (edited)

এবারের ঈদের ছুটিতে থাকবে ভরা বর্ষা। আর ভরা বর্ষায় ইটিবির ঈদের ইভেন্টে ঝরনা ট্রেইল থাকবে না এটা কি হয়? যেহেতু হবে না তাই এবারেও ঈদের ছুটিতে ইটিবির থাকছে এক্সক্লুসিভ ঝরনা অভিযান। এবারের অভিযানে থাকছে তিনাপ সায়তার এবং আশেপাশের কিছু ঝরনা।

TravelBlogBD.jpg

আমাদের প্ল্যানঃ
১৭ ই জুনঃ রাতের বাসে বান্দরবানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ।

১৮ ই জুনঃ সকাল ৬ টায় বান্দরবান শহরে নামার সাথে সাথে লোকাল কোনো রেষ্টুরেন্ট এ সকালের নাস্তা সেরে চলে জীপে/ বাসে করে চলে যাবো রোয়াংছড়ি বাজারের দিকে। সেখান থেকে আমরা পাইক্ষ্যং পাড়া হয়ে চলে যাবো রনিন পাড়াতে। রাতে রনিন পাড়াতে থাকবো।

১৯ ই জুনঃ খুব ভোর বেলাই রওনা হব রনিন পাড়া থেকে পাইন্দুখাল এর বহুল কাঙ্ক্ষিত ঝরনা তিনাপ সায়তার এর ঊদ্দেশ্যে। পথি মধ্যে পরবে দেবছড়া পাড়া। তারপর আবার তিনাপ সায়তার দেখে চলে ফিরে আসবো রনিন পাড়ার দিকে। রনিন পাড়াতে ফিরে এসে খানিকখন বিশ্রাম নিয়ে চলে যাব তিদংখত /(লুং লাই সাইপোক) এবং মাংসং সায়তার দেখতে যদিও এই ২টি ঝরনার প্ল্যানটা পুরোপুরি নির্ভর করে আমরা কত কম সময়ে তিনাপ ঘুরে চলে আসতে পারি তার উপর। রাতে রনিন পাড়াতে এসে থাকবো।

২০ ই জুনঃ সকালে ঘুম থেকে উঠে এবার ঢাকা ফেরার পালা। পাইক্ষ্যং পাড়া হয়ে রোয়াংছড়ি ফিরত চলে আসবো তারপর জীপে/ বাসে করে বান্দরবান চলে আসব। রাতের বাসে ঢাকা ত্যাগ।

|| আসন সংখ্যা || ২০ জন।

ইভেন্ট ফিঃ ৫২০০/- টাকা জনপ্রতি।

এই খরচে যা যা পাচ্ছেনঃ

১। সকল ধরনের পরিবহন খরচ।
২। গ্রুপ টিশাট।
৩। গাইড সার্ভিস।
৪। দুই রাত কটেজে থাকা এবং খাওয়া দাওয়া।

ভ্রমণ কাল: ৩দিন ৪ রাত
ভ্রমণকারীর ধরণ: বিগেনার্স এন্ড ইন্টারমিডিয়েট
ভ্রমনের ধরনঃ ট্রেকিং

*** এটা একটি ট্রেকিং ট্রিপ। লুতুপুতু টাইপের লোকজন এবং যারা দিনে ৬ বেলা খাওয়া দাওয়া করার মনমানসিকতা নিয়ে ট্রিপ অংশ গ্রহন করতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করা হল আপনারা এই ট্রিপের জন্য পারফেক্ট না। প্ল্যানে যে কোন ধরনের চেঞ্জ হতে পারে। প্ল্যানে পরিস্থিতির উপর বিবেচনা করেই চেঞ্জ করা হবে। এতে এডমিনদের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। এতে কোন ওজর আপত্তি চলবে না। ভুলে যাবেন না পাহাড় এ ট্যুর করা আর সমতল এ ঘুরে বেড়ানো এক নয়। যাদের পাহাড় এর পরিস্থিতির ব্যাপারে বিন্দুমাত্র জ্ঞান নেই তারা আমাদের ইভেন্ট গুলো থেকে একটু দূরে অবস্থান করুন। পাহাড়ের ইভেন্টে খাওয়া দাওয়ার কোন কিছুরি ঠিক নাই যখন যা পাওয়া যাবে তাই দিয়ে ভুরি ভোজ করা হবে খাওয়া দাওয়া নিয়ে সমস্যা থাকলে তাদের জন্য এই ইভেন্ট নয়। যেহেতু খাবার দাবার এর সমইয়ের কোন ঠিক নাই তাই সাথে কিছু শুকনা খাবার রাখুন যাতে খাওয়া দাওয়া করতে একটু দেরি হলেও আপনার সাথে থাকা শুকনো খাবার দিয়ে আপনি কিছুটা সময় চালিয়ে নিতে পারেন ****

কনফার্ম করার নিয়মাবলীঃ
যারা যারা যেতে আগ্রহী তারা অবশ্যই ২০৪০/- টাকা বিক্যাশে জমা দিয়ে আপনার আসন কনফার্ম করতে পারেন। বিক্যাশ করতে পারেনঃ ০১৯১৬২২২৩৯৯। (পারসোনাল)।
০১৮৮৩৬৯৭৭২৮। (পারসোনাল)
বিক্যাশে টাকা পাঠানোর পর অবশ্যই আপনি আমাদের ইভেন্ট পেজে একটা কমেন্টস করে কনফার্ম করবেন।
অথবা
ডাচ-বাংলা ব্যাংক
Account Name: Setu Chandra Das
Account number: 118-101-52701
Branch Name: Islampur Branch
[ যেকোন ব্রাঞ্চ থেকে টাকা জমা দেয়া যাবে]
অথবা
সরাসরি দেখা করে হাতে হাতে টাকা জমা দিয়ে ও কনফার্ম করতে পারেন।
আমাদের সাথে দেখা করার ঠিকানাঃ
অফিসঃ
Extreme Trekker of Bangladesh [ETB]
3/7-এ জনসন রোড, ভিক্টোরিয়া পার্ক, নগর সিদ্দীক প্লাজা, ২য় তলা, দোকান নং-১০২, (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বিপরীত পাশের বিল্ডিং)

ভ্রমন সংক্রান্ত বিস্তারিত জানতেঃ
ভ্রমন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য :
সেতু - ০১৯১৬২২২৩৯৯/ ০১৮৮৩৬৯৭৭২৮
আসিফঃ ০১৬৭৬১২৪৬৮২
তন্ময়ঃ ০১৬৮১৭১৪৯৩২

Please upvote & resteem my post.
Thanks for watching

Sort:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://www.txxx.com/latest-updates/5/