লাশ কাঁটা ঘরের সেই রাতের কাহিনী
আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল প্রাই ২ বছর আগে । আমি আর ফুপ্পি গেছিলাম হসপিটালে । রাত তখন ১১টা বাজে । এই সময় আমার নানু খুব অসুস্ত ছিল । নানুকে দেখার জন্য আমাদের পরিবারের সবাই হসপিটালে ছিল । বাসাই কাউকে না পাইয়া আমি আর ফুপ্পি গেছিলাম হসপিটালে । কিন্তু আগে গল্পে শুনেছিলাম যেখানে লাশ কাঁটা হয় । ঐ জাইগা খুব ভংকর হয় । অনেক সিনেমাতে ও দেখেছি । কিন্তু এই রাতে আমি আর ফুপ্পি খুব একটা বড় ভুল করে ফেলেছিলাম । হসপিটাল জাইতে গিয়া রাস্তা শর্ট করার জন্য লাশ কাঁটা ঘরের ভিতরে ডুকে পড়েছিলাম । কিন্তু রাতে এই খানে কোন লোক থাকে না। সত্যি অনেক ভয়ংকর একটা জাইগা। চারিদিকে নির শব্দ ।মানুষের কোন ছাইয়া ছিল না। এই সময় কারেন্ট ও ছিল না । কিন্তু আমাদের হাতে একটি টস লাইট ছিল । আমি আর ফুপ্পি খুব ভিতু প্রকারের ছিলাম । কিন্তু আমাদের সাথে যা ঘটলো । পাশে অনেক গাছ পালা ছিল । হটাত হটাত এমন বাতাস আসতেছে মনে হচ্ছে গাছ ভেঙ্ঘে যাবে কিন্তু একটু দূরে তাকালে কোন বাতাস নাই। আবার ঝোড়ের ভিতরে কুকুর বিড়ালে কি যে মারামারি করতেছে শব্দ শুনা যাই , লাইট মারলে কিছু খুজে পাওয়া যাই না । এই শব্দ শুনার পর ভয় পাইয়া লাশ কাঁটা করের ভিতরে ডুকে পরলাম ।
ভিতরে ডুকে যা দেখলাম , একটা লাশ আধা কাঁটা হইছে এই ভাবে খুলা পড়ে আছে , আর অনেক রক্ত পড়ে আছে । এই রক্ত এবং কাঁটা লাশ দেখার পর আমার ফুপ্পি অজ্ঞান হইয়া গেছিল । আর আমি ভয় এ মুখ দিয়া কোন কথা বের হচ্ছিলো না । ভয় এ শরীর ঠাণ্ডা হইয়া গেছিল । প্রাই আধা মরার অবস্তা । এই সময় এই খানের নাইট গার্ড আমাদের চিৎকার শুনে ভিতরে আসে । আসার পর আমাদের চোখে মুখে পানি দেই । এবং আমাদের সজাক করে দেই । সজাক হওয়ার পর যা দেখলাম , সেটা হল ওইখানে কোন কাঁটা লাশ ছিল না আর কোন রক্ত ও ছিল না। দেখার পর আমরা ২ জন খুব অবাক হলাম আমাদের সাথে এইটা কি হচ্ছে । অবশেষে নাইট গার্ড আমাদের বাসাই দিয়া যাই । এবং আমরা ২ জন ভাবতে থাকি আর ২ জন যা দেখেছি বলতে লাগলাম , কিন্তু ওবাক করার বিষয় হল আমরা ২ জন সব এক এ দেখেছি । কিন্তু পরে কিছু ছিল না কেন । হইত কিছু ছিল ওইখানে । আর আমাদের ভয় দেখাতে চেষ্টা করেছিল । কিন্তু এই ঘটনার পর আমরা খুব ভিতু ছিলাম এবং রাতে আর কখনও বাইরে যেতাম না । এই ছিল আমাদের ঘটনা ।
ভাল লাগলে কমেন্ট করে জানাবেন ।
You got a 21.46% upvote from @booster courtesy of @fouziahasan!
NEW FEATURE:
You can earn a passive income from our service by delegating your stake in SteemPower to @booster. We'll be sharing 100% Liquid tokens automatically between all our delegators every time a wallet has accumulated 1K STEEM or SBD.
Quick Delegation: 1000| 2500 | 5000 | 10000 | 20000 | 50000
You got a 29.34% upvote from @upmewhale courtesy of @fouziahasan!
Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!
Congratulations @fouziahasan! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Click here to view your Board of Honor
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP