






(নিচে বাংলা দেওয়া আছে)
Story name: (Sleeping pi)
1
One prince of one country Rajpuri lamps as Rajputa The quality of the prince is not in the face of the people.
One day, the son of the prince thought that he would go on a journey. The king's face was covered, the queen eats up and sleeps, the king only said, "Well, let's go."
Then the people of the country assembled in groups,
The King gave the Char-
The queen took the money-manikya dal.
The king's son, Mani-Manikya Char, did not take anything with the attendant. The new warrior dressed up, the new warrior turned out to be the king's son.
2
On going there, how many countries, how many mountains, how many rivers, except the kingdom of the king, the son of the prince appeared in a forest "He saw that there is no sound of birds and birds, there is no response to the tiger-bear! - The king's son started walking.
In the course of the walk, the prince went too far and saw the Rajpuri-Rajpuri boundary in the forest.
I never see Rajpuri king's son ever again. The prince was surprised to see him.
The pavement of the gate of the gate of Rajpuri has remained in the sky. The gate of the gate has a pair of forests. But at the top of the gate there was no music, and there was no gate in the gate.
The prince went quietly in Rajpuri.
He went to Rajpuri and saw that the puri was clean, so that the milk was washed. But there is no man-man in Puri, there is no response, pari nibhaj, nijhum, - do not fall into the patta, do not shake the kutatuku.
The prince looked at this, looked at Puri looking around. Rajaputra went to one place and went to Tamkya! He saw that all the rows in the front of the courtyard, courtyard, elephants, horses, sepoys, lascar, dualis, guards, and soldiers were standing.
The prince cried.
No one spoke,
No one returned to him.
Surprised, he went to the prince and saw that all the stone statues of elephant horses in Qatar were lying in Katyar, Sipai, Lashkar, Qatar. Someone does not wear hair follicles, nor does anyone wear hair. The prince was surprised and stood still.
Then the prince went into Puri.
He went to a room and saw how many tilt swords, arrows, and bows were dragged in thousands of tens of thousands of people in the compartment. Sculpture stone statues, sepia stone statues The prince started his sword and went slowly.
Going into another room, he saw that the royal palace, the lamps of ghee burning on the golden lamps in the royal palace were shining, and the jewels were shining around. But on the throne, the King, the statue of the statue, minister of the minister of the stone stone, the pot-friend, the Bhat prisoner, the Sapai Laskar, where he is there stone statues. There is no eye on anyone, no words in the mouth.
The prince saw the king, the king's helia, the slave's hands were spilled, and there was no sound, no sleep, no sleep at all. The head of the prince went to Noya.
He went to another room and saw how many lamps were burning together-how many jewels, how many diamonds, how many pearls, how much pearls, and not in the cushions. The prince did not touch anything; After seeing, he went to another room.
The king's son was struck by the smell of thousands of flowers when he went to the room. Where does the smell of flowers come from? The prince went up into the compartment and found that the water did not come in the middle, the lotus in the middle of the chamber was licked! In the smell of lotus, the house is doing 'Ma'm'. The prince gradually went to Phulbun.
He went to Phulbana and saw the prince, gold thread in the forest of flowers, diamond stems on the gold bed, and the diamond necklace was rolling. Under the garland, gold lily in the diamond of the diamond, sleeping in a beautiful beautiful royal palace of gold lotus. The sleeping princess's hand is not seen, legs are not seen, only the moon's face faces a gold-plated tool-tool in the golden lotus. The prince sat on the thorns of the diamond, and looked at the surprise.
3
Seeing, seeing, seeing, how many enclosures went on. The Princess and the Sleep do not break, She does not fall in the eyes of the prince and in the eyes of the prince. The prince is sleeping deeply in the princess, seeing the king.
Tantalum in the gold paddle of the golden lotus in the moon's face; The princess does not break and sleep, the prince's face and the eyelid do not fall ...
Suddenly one day the prince saw a gold ring in the king's throne! The prince suddenly took a golden rope.
Taking a gold clay, I saw a piece of silver rug on one side. The prince was surprised to pick up the silver plates and took the two wooden hands, and the prince looked up and nodded.
When seeing the sight, when the golden rope broke up, the head of the sleeping went to the head! Soon the forest of the lotus rose, 'the bed of the gold rose; The golden hail fell, the hand of the princess was cut off; Got feet; Suddenly breaking down the lace, the princess slept and sat in the ceiling.
And suddenly the birds called around the rajpuri, the duari duali came out of the dawn; the elephant left the horse to withdraw, the soldier swords jan jang; King Jaggilen in the courtroom, minister Jaggilen, jagilen pot, Jagat jagilen-sleeping in the cloak of thousands, awake at the place where he was, - Laskar man, Sapai guard, soldiers feudalThe arrows take up with the sword.Everyone was surprised - who came to Rajpuri.
The prince Was astonished,
The princess was surprised and surprised.
The king, the minister, all the people came and saw that the princess came down to the princess. Around the Rajpuri, the drum-drum, Shanai-Nakara burst!
The king said, "You are the prince of the lucky King of a country, I have killed you with death."
The people said, "Ah! Which god of the goddess-king of the kings-a giant silver rope had stitched our sleeping place in the kingdom of gold - you came and woke me up.
The head of the king's son Nouya remained silent.
The king said, "What do I have, what will I give? I gave you this princess in your hand, I gave you this kingdom. "
Flowers, rain and rain all around; Flowers are blooming, pale trees, - 'Dum-Dum' Kathi falls in thousands of rajpurari slopes.
At that time, the maidservant, Batna Batta, Hata Hajj Dai Dasi Kuttna Kot;
Mouth gorge in the door
Five bouquets of flowers;
Alpina Bilipana, Ehor flock,
The studs are surrounded by the seat, 'the peacock rose.
She is a shobha! - The four-square-dalgla Jhalmal of Rajpuri.
Hugs in the courtyard in the courtyard; Populism, people's sleeping rajpuri shoulder shoulders, joy blows.
After that, in the light of the moon, in front of the fire, in the light of the moon, by the dowry of the princely state, the King gave the marriage of the princess with the crown of Pancharatna crown. There was shouting around.
4
One year, two years, years went by year, went on the journey, the king's son still does not return today. Kandiya Kandia, scratched the queen of the head and gave the queen bed. The king was blinded by thinking of tears in his eyes. State darkness, wailing in the kingdom.
One day, from morning till there was a tremendous shout in Rajduaar, the elephant horse Sipi Santree came trembling at the door.
The queen said, "What, what?"
The king said, "Who, who?"
The state's peasants came off. The prince - the princess has returned from marriage!
Shivering trembling, the king came and took the king's son on his chest. The queen reached the princess after reading and reading.
The people started shouting joyfully.
The king's son touches the gold in his eyes, and the king's eyes are good. Seeing the boy, the queen's illness was cured by seeing the son's daughter.
Then, taking the prince and taking the princess of the sleeping princess, the king and the queen began ruling happily .







ঘুমন্ত পুরী
১
এক দেশের এক রাজপুত্র। রাজপুত্রের রূপে রাজপুরী আলো। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে ধরে না।
একদিন রাজপুত্রের মনে হইল, দেশভ্রমণে যাইবেন। রাজ্যের লোকের মুখ ভার হইল, রাণী আহার-নিদ্রা ছাড়িলেন, কেবল রাজা বলিলেন,-“আচ্ছা, যাক্।”
তখন দেশের লোক দলে-দলে সাজিল,
রাজা চর-অনুচর দিলেন,
রাণী মণি-মাণিক্যের ডালা লইয়া আসিলেন।
রাজপুত্র লোকজন, মণি-মাণিক্য চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না। নূতন পোশাক পরিয়া, নূতন তলোয়ার ঝুলাইয়া রাজপুত্র দেশভ্রমণে বাহির হইলেন।
২
যাইতে যাইতে যাইতে, কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়াইয়া, রাজপুত্র এক বনের মধ্যে দিয়া উপস্থিত হইলেন “দেখিলেন, বনে পাখ-পাখালীর শব্দ নাই, বাঘ-ভালুকের সাড়া নাই!-রাজপুত্র চলিতে লাগিলেন।
চলিতে চলিতে, অনেক দূর গিয়া রাজপুত্র দেখিলেন, বনের মধ্যে এক যে রাজপুরী-রাজপুরীর সীমা।
অমন রাজপুরী রাজপুত্র আর কখনও দেখেনাই। দেখিয়া রাজপুত্র অবাক হইয়া রহিলেন।
রাজপুরীর ফটকের চূড়া আকাশে ঠেকিয়াছে। ফটকের দুয়ার বন জুড়িয়া আছে। কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না, ফটকের দুয়ারে দুয়ারী নাই।
রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে গেলেন।
রাজপুরীর মধ্যে গিয়া দেখিলেন, পুরী যে পরিস্কার, যেন দুধে ধোয়া,-ধব্ ধব্ করিতেছে। কিন্তু এমন পুরীর মধ্যে জন-মানুষ নাই, কোন কিছুই সাড়া-শব্দ পাওয়া যায় না, পুরী নিভাজ, নিঝুম,-পাতাটি পড়ে না, কুটাটুকু নড়ে না।
রাজপুত্র এদিক দেখিলেন, ওদিক দেখিলেন পুরীর চারিদিকে দেখিতে লাগিলেন। এক জায়গায় গিয়া রাজপুত্র থমকিয়া গেলেন! দেখিলেন, মস্ত আঙ্গিনা, আঙ্গিনা জুড়িয়া হাতী, ঘোড়া, সেপাই, লস্কর, দুয়ারী, পাহারা, সৈন্য-সামন্ত সব সারি সারি দাঁড়াইয়া রহিয়াছে।
রাজপুত্র হাঁক দিলেন।
কেহ কথা কহিল না,
কেহ তাঁহার দিকে ফিরিয়া দেখিল না।
অবাক হইয়া রাজপুত্র কাছে গিয়া দেখিলেন, কাতারে কাতারে সিপাই, লস্কর, কাতারে কাতারে হাতী ঘোড়া সব পাথরের মূর্তি হইয়া রহিয়াছে। কাহারও চে পলক পড়ে না কাহারও গায়ে চুল নড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া দাঁড়াইয়া রহিলেন।
তখন রাজপুত্র পুরীর মধ্যে গেলেন।
এক কুঠরিতে গিয়া দেখিলেন, কুঠরির মধ্যে কত রকমের ঢাল তলোয়ার, তীর, ধনুক সব হাজারে হাজারে টানানো রহিয়াছে। পাহারারা পাথরের মূর্তি, সিপাইরা পাথরের মূর্তি। রাজপুত্র আপনার তলোয়ার খুলিয়া আস্তে আস্তে চলিয়া আসিলেন।
আর এক কুঠরিতে গিয়া দেখিলেন, মস্ত রাজদরবার, রাজদরবারে সোনার প্রদীপে ঘিয়ের বাতি জ্বল্ জ্বল্ করিতেছে, চারিদিকে মণি-মাণিক্য ঝক্ঝক্ করিতেছে। কিন্তু রাজসিংহাসনে রাজা, পাথরের মূর্তি, মন্ত্রীর আসনে মন্ত্রী পাথরের মূর্তি, পাত্র-মিত্র, ভাট বন্দী, সিপাই লস্কর যে যেখানে, সে সেখানে পাথরের মূর্তি। কাহারও চক্ষে পলক নাই, কাহারও মুখে কথা নাই।
রাজপুত্র দেখিলেন, রাজার মাথায় রাজছত্র হেলিয়া আছে, দাসীর হাতে চামর ঢুলিয়া আছে,-সাড়া নাই, শব্দ নাই, সব ঘুমে নিঝুম। রাজপুত্র মাথা নোয়াইয়া চলিয়া আসিলেন।
আর এক কুঠরীতে গিয়া দেখিলেন, যেন কত শত প্রদীপ একসঙ্গে জ্বলিতেছে-কত রকমের ধন-রত্ন, কত হীরা, কত মাণিক, কত মোতি,-কুঠরিতে আর ধরে না। রাজপুত্র কিছু ছুঁইলেন না; দেখিয়া আর এক কুঠরিতে চলিয়া গেলেন।
সে কুঠরিতে যাইতে-না-যাইতে হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোগ হইয়া উঠিলেন। কোথা হইতে এমন ফুলের গন্ধ আসে? রাজপুত্র কুঠরির মধ্যে গিয়া দেখিলেন, জল নাই টল নাই, কুঠরির মাঝখানে লাখে লাখে পদ্মফুল ফুটিয়া রহিয়াছে! পদ্মফুলের গন্ধে ঘর ম’-ম’ করিতেছে। রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন।
ফুলবনের কাছে গিয়া রাজপুত্র দেখিলেন, ফুলের বনে সোনার খাঁট, সোনার খাটে হীরার ডাঁট, হীরার ডাঁটে ফুলের মালা দোলান রহিয়াছে। সেই মালার নিচে, হীরার নালে সোনার পদ্ম, সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোরে ঘুমাইতেছেন। ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না, পা দেখা যায় না, কেবল চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের সোনার পাঁপ্ড়ির মধ্যে টুল্-টুল্ করিতেছে। রাজপুত্র ঝালর হীরার ডাঁটে ভর দিয়া, অবাক হইয়া দেখিতে লাগিলেন।
৩
দেখিতে দেখিতে, দেখিতে, দেখিতে, কত বচ্ছর চলিয়া গেল। রাজকন্যার আর ঘুম ভাঙ্গে না, রাজপুত্রের চক্ষে আর পলক পড়ে না। রাজকন্যা অঘোরে ঘুমাইতেছেন রাজপুত্র বিভোর হইয়া দেখিতেছেন।
চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের সোনার পাপ্ড়ির মধ্যে টুল্টুল্ …রাজকন্যার আর ঘুম ভাঙ্গে না, রাজপুত্রের চক্ষে আর পলক পড়ে না।…
হঠাৎ একদিন রাজপুত্র দেখিলেন, রাজকন্যার শিয়রে এক সোনার কাঠি! রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলিয়া লইলেন।
সোনার কাঠি তুলিয়া লইতেই দেখিলেন, আর এক দিকে এক রূপার কাঠি। রাজপুত্র আশ্চর্য হইয়া রূপার কাঠিও তুলিয়া লইলেন্ দুই কাঠি হাতে লইয়া রাজপুত্র নাড়িয়া চাড়িয়া দেখিতে লাগিলেন।
দেখিতে দেখিতে, সোনার কাঠিটি কখন টুক করিয়া ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুঁইয়া গেল! অমনি পদ্মের বন ‘শিউরে’ উঠিল, সোনার খাট নড়িয়া উঠিল; সোনার পাঁপ্ড়ি ঝরিয়া পড়িল, রাজকন্যার হাত হইল; পা হইল; গায়ের আলস ভাঙ্গিয়া, চোখের পাতা কচ্লাইয়া ঘুমন্ত রাজকন্যা চমকিয়া উঠিয়া বসিলেন।
আর অমনি রাজপুরীর চারিদিকে পাখি ডাকিয়া উঠিল, দুয়ারে দুয়ারী আসিয়া হাঁক ছাড়িল, উঠাতে হাতী ঘোড়া ডাক ছাড়িল, সিপাই তলোয়ার ঝন ঝন করিয়া উঠিল; রাজদরবারে রাজা জাগিলেন, মন্ত্রী জাগিলেন, পাত্র জাগিলেন, পাত্র জাগিলেন-হাজার বচ্ছরের ঘুম হইতে, সে যেখানে ছিলেন, জাগিয়া উঠিলেন-লোক লস্কর, সিপাই পাহারা, সৈন্য সামন্ত তীর তলোয়ার লইয়া খাড়া হইল। সকলে অবাক হইয়া গেলেন-রাজপুরীতে কে আসিল।
রাজপুত্র। অবাক হইয়া গেলেন,
রাজকন্যা অবাক হইয়া চাহিয়া রহিলেন।
রাজা, মন্ত্রী জন-পরিজন সকলে আসিয়া দেখিলেন-রাজপুত্র রাজকন্যা মাথা নামাইলেন। রাজপুরীর চারদিকে ঢাক-ঢোল, শানাই-নাকাড়া বাজিয়া উঠিল!
রাজা বলিলেন,-“তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র, আমাদিগে মরণ-ঘুমের হাত হইতে রা করিয়াছে!”
জন-পরিজনেরা বলিল,-“আহা। আপনি কোন্ দেবতা-রাজার দেব রাজপুত্র-এক দৈত্য রূপার কাঠি ছোয়াইয়া আমাদের গম্গমা সোনার রাজ্যে ঘুম পাড়াইয়া রাখিয়াছিল,-আপনি আসিয়া আমাদিগে জাগাইয়া রা করিলেন।
রাজপুত্র মাথা নোয়াইয়া চুপ করিয়া রহিলেন।
রাজা বলিলেন,-“আমার কি আছে, কি দিব? এই রাজকন্যা তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমাকে দিলাম।”
চারিদিকে ফুল-বৃষ্টি, চারিদিকে চন্দন-বৃষ্টি; ফুল ফোটে, খৈ ছোটে,-রাজপুরীর হাজার ঢালে ‘ডুম-ডুম’ কাটী পড়িল।
তখন, শতে শতে বাঁদী দাসী বাট্না বাটে, হাজারে হাজের দাই দাসী কুট্না কোটে;
দুয়ারে দুয়ারে মঙ্গল ঘড়া
পাঁচ পল্লব ফুলের তোড়া;
আল্পনা বিলিপনা, এয়োর ঝাঁক,
পাঠ-পিঁড়ি আসনে ঘিরে’, বেজে ওঠে শাঁখ।
সে কি শোভা!-রাজপুরীর চার-চত্বর দল্দল্ ঝল্মল্।
আঙ্গিনায় আঙ্গিনায় হুলুধ্বনি, রাজভান্ডারে ছড়াছড়ি; জনজনতার হুড়াহুড়ি,-এতদিনের ঘুমন্ত রাজপুরী দাপে কাঁধে, আনন্দে তোল্পাড়।
তাহার পর, ফুটফুটে’ চাঁদের আলোয় আগুন-পুরুতে সম্মুখে, গুয়াপান, রাজ-রাজত্ব যৌতুক দিয়া, রাজা পঞ্চরত্ন মুকুট পরাইয়া রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিবাহ দিলেন। চারিদিকে জয়ধ্বনি উঠিল।
৪
এক বছর, দুবছর, বছরের পর বছর কত বছর গেল,-দেশভ্রমণে গিয়েছেন, রাজপুত্র আজও ফিরেন না। কাঁদিয়া কাঁদিয়া, মাথা খুঁড়িয়া রাণী বিছানা নিয়াছেন। ভাবিয়া ভাবিয়া চোখের জল ফেলিতে ফেলিতে রাজা অন্ধ হইয়াছেন। রাজ্য অন্ধকার, রাজ্যে হাহাকার।
একদিন ভোর হইতে-না-হইতে রাজদুয়ারে ঢাক-ঢোল বাজিয়া উঠিল, হাতী ঘোড়া সিপাই সান্ত্রীর হাঁকে দুয়ার কাঁপিয়া উঠিল।
রাণী বলিলেন,-“কি, কি?”
রাজা বলিলেন,-“কে, কে?”
রাজ্যের প্রজারা ছুটিয়া আসিল। রাজপুত্র- রাজকন্যা বিবাহ করিয়া লইয়া ফিরিয়া আসিয়াছেন!!
কাঁপিতে কাঁপিতে রাজা আসিয়া রাজপুত্রকে বুকে লইলেন। পড়িতে-পড়িতে রাণী আসিয়া রাজকন্যাকে বরণ করিয়া নিলেন।
প্রজারা আনন্দধ্বনি করিয়া উঠিল।
রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়াইলেন, রাজার চোখ ভাল হইল। ছেলেকে পাইয়া, ছেলের বউ দেখিয়া রাণীর অসুখ সারিয়া গেল।
তখন, রাজপুত্র লইয়া ঘুমন্ত পুরীর রাজকন্যা লইয়া, রাজা-রাণী সুখে রাজত্ব করিতে লাগিলেন।
story,ta,valo laglo
tnx