ঠিক বেঠিক না ভেবে ভালোবাসি বেহিসেবে দুজনে। মন গড়া প্রেমকাব্য তোকে নিয়ে যে লিখবো আনমনে, সুখেরি দেশে এভাবে সারা জীবন কেটে যাবে, তোর ছবি শুধু রবে এমনে দুজনে দুজনে দুজনে। এখন আমি যখন তখন হারিয়ে যাবো তাতে, মন বলে নেই পৃথিবীতে আছি যে স্বর্গতে, বইছে আমাতে আবেগের ঢেউ পারিনা ভুলতে চাইলেও হয়ে গেছিস খুব কাছের গোপনে । তুই ছাড়া বেচে থাকাে হারিয়েছি অধিকার জীবনের। মনগড়া প্রেমকাব্য তোকে নিয়ে যে লিখবো, আনমনে দুজনে দুজনে। দুচোখ ভীড় জমিয়েছে বাহারি সব স্বপ্ন, ভালোবাসার অনুভূতি সতি অনন্য । বইছে আমাতে আবেগের ঢেউ পারিনা ভুলে থাকতে চাইলেও ,হয়ে গেছিস খুব কাছের গোপনে। ঠিক বেঠিক না ভেবে ভালো বাসি বেহিসেবে দুজনে । মনগড়া প্রেমকাব্য তোকে নিয়ে যে লিখবো দুজনে দুজনে দুজনে
thank you represent our bangladesh and bangla post 👍