মনদে মনদে বলে কত তোষামোদী
ভ্রমরের মতো বন বন করে কতজনা
মন কি ফোটে যথায় তথায় মুকুল হয়
চাইলে দিয়ে দিব ভক্ষণ করতে
মন আছে একজনের পূজায় রত
শত শত মন থাকলে করতাম মনের বাণিজ্য
মন আমার পঞ্চাশের প্রাণায়ামের এন্টিনা
পরমাত্মার বন্ধু সে
রনে যাবার ঘোড়া
মন জাহিরি মন বাতিনী
মন মুলুকের রাজা
মন দেয়া যায় না যেথা সেথা
মন মহাজন বিনা
যে করে মনের কদর
সংযমে জবান বন্ধ
এক কথা এক বাক্য
সে বলে এক জনম তাকেই
মন দেবো জনম জনম ।
Sort: Trending