রাতে মাছ ধরতে গিয়া এক বিপদের ঘটনা

in #story6 years ago

রাতে মাছ ধরতে গিয়া এক বিপদের ঘটনা 

image source

আপনি কি কখনও রাতে মাছ ধরা দেখেছেন । যদি দেখে থাকেন তাহলে বুঝবেন রাতে মাছ ধরা কত রিস্কি । আর কত ভয়ঙ্কর । আর রাতে যারা মাছ ধরতে যাই ওদের কাছ থেকে যদি আপনি গল্প সুনেন তাহলে আপনি ভয় পাইয়া মারা যাবেন । ঠিক এমনি এক ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করবো । আমাদের বাসা গ্রামে। সুতরাং গ্রামে যারা রাতে মাছ ধরে এমন অনেক লোক আছে আমার পরিচিত । এমনি এক জনের কাছ থেকে আমি গল্প শুনেছিলাম । একদিন ওরা রাতে মাছ ধরতে গেছিল । কিন্তু যাওয়ার পথে রাস্তাই দেখে অনেক বাঘের গর্জন । কিন্তু লাইট মেরে দেখে কিছু নাই । আবার দেখে রাস্তাই বাঁশ ঝাড় রাস্তার সাথে সুয়ে আছে  তাও অনেক গুলো । কিন্তু কখনও এই বাঁশ গুলো সুয়ে থাকে না । আজ হতার সুয়ে আছে কন , ভাবতেছে কেউ কি বাঁশ কেটে দিছে , বাঁশের গোঁড়াই লাইট মেরে দেখে বাঁশ ঠিক আছে , কিন্তু কেন সুয়ে আছে । বাঁশ চেক করার জন্য বাঁশ জোরে করে একটা ঢিল মারল । কিন্তু ঢিল মারার সাথে সাথে বাঁশ খুব জোরে করে খাড়া হইয়া গেল । ওরা সবাই অনেক ভয় পেল কি হল এটা । তার পর বুঝতে পারল এটা জিন জাতির ফন্দি । যদি ওরা ঢিল না মারত তাহলে বাঁশ এর উপরে আসার সাথে সাথে বাঁশ ওদের উপরে ছিটকিইয়া পড়ত । এবং ওরা মরার অবস্তাই পরিণত হত । ভাগ্য ভাল যে আগে থেকেই ঢেলা মেরে পরীক্ষা করে নিয়াছিল । 

ওরা ভাবতে লাগলো আজ হটাত এমন হচ্ছে কেন ওদের সাথে । এর পর যেগুলো বাঁশ সুয়ে ছিল সব বাঁশের ঢিল মারল । এইভাবে ওরা পথ পার করল । এর পর ওরা যখন নদীর পাড়ে গেল তখন দেখে দূরে আকঝাক মহিষ নদীতে নামছে আর পানির খুব শব্দ হচ্ছে । কিন্তু একটু অন্ধকার এর জন্য খুব ভাল বোঝা যাচ্ছে না । কিন্তু লাইট মারার সাথে সাথে আর কিছু ছিল না। আবার দূরে মনে হচ্ছে নদীর খুব স্রোত চলছে । কিন্তু নদীতে এত কোন পানি ছিল না স্রোত হওয়ার মত । ওরা ভুজতে পারল আজ ওদের ভয় দেখানোর জন্য কিছু ভূত পেত্নি পিছু করেছে। 

আবার কিছু ধুরে এত পরিমান মাছের লাফালাফির শব্দ শোনা যাচ্ছে , মনে হচ্ছে যত মাছ সব ঐখানে জমা হইছে । আবার মাছ এত জটাপটা করতেছে মনে হচ্ছে মাছের শরীরে কেউ আঘাত করতছে । কিন্তু আগে কখনও এমন কাহিনী ঘটেনি কিন্তু আজ এমন হচ্ছে কেন ওদের সাথে । আজ কোন দুর্ঘটনা ঘটতে পারে । দুর্ঘটনা ঘটার আগেই ওদের বাসাই ফিরে যেতে হবে । যদি ওরা আজ থাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে । তার ক্ষতি থেকে বাচার আগেই ওরা বাসাই ফিরে যাওয়ার জন্য সম্মতি নিল। পরে বুঝতে পারল সেদিন ছিল আমাবর্শার রাত । এই রাতে ওরা অনেক খারাপ করে থাকে । সবাইকে অনেক ধন্যবাদ ।  

Sort:  

Congratulations @salahuddinkhan! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

You made more than 50 upvotes. Your next target is to reach 100 upvotes.

Click here to view your Board
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!

Hello @salahuddinkhan! This is a friendly reminder that you have 3000 Partiko Points unclaimed in your Partiko account!

Partiko is a fast and beautiful mobile app for Steem, and it’s the most popular Steem mobile app out there! Download Partiko using the link below and login using SteemConnect to claim your 3000 Partiko points! You can easily convert them into Steem token!

https://partiko.app/referral/partiko


@salahuddinkhan, sorry to see you have less Steem Power.
Your level lowered and you are now a Red Fish!
Vote for @Steemitboard as a witness and get one more award and increased upvotes!