মরিচীকা ও তূষারপাত

in #story7 years ago

তুমি কাউকে প্রচন্ড ভালবাসো কিন্তু সে
তোমাকে বাসেনা৷ ধরো তুমি তার যোগ্য নও বা
সে তোমাকে চাচ্ছে না।
তুমি ভাবছো সে তোমাকে কোন না কোন
সময় হয়তো ভালবাসবে। তোমার ভেতরে তাকে
নিয়ে একটা আলাদা জগৎ তৈরী হয়ে গেছে
যেখান থেকে তুমি চাইলেও আর ফেরত আসতে
পারছোনা।
মানুষটা কিন্তু তোমার থেকে অনেক দুরের। কিন্তু
ঐ যে তুমি তাকে তীব্র ভালবাসো, যার কারনে তুমি
তোমার চোখের সামনে একটা কাল্পনিক দুরবীন
দেখতে পাও। তাই মানুষটাকে তোমার খুব কাছের
বলে মনে হয়।নিরাশার মাঝেও তুমি এটা ভেবে
স্বস্তি পাও যে, বাহির থেকে এভয়েড করলেও
হয়তো তোমার কষ্ট সে বোঝে।হয়তো
গভীর রাতে তোমার কথা ভেবে সেও
চোখের জল ফেলে। তোমার কষ্ট দেখে
তারও কষ্ট হয়।
দৌড়াতে থাকা খরগোশটা যখন দৌড়াতে দৌড়াতে সামনে
উচু দেওয়াল দেখে, তখন সে নিরুপায় হয়ে
চোখটা বন্ধ করে ফেলে। সে ভাবে যেহেতু
সে কাউকে দেখতে পাচ্ছেনা, সেহেতু
তাকেও কেউ দেখতে পাচ্ছে না।
তোমার আর খরগোশের ভুলটা কিন্তু একই রকম।
ধরো তোমার কাছে ২০ টাকা আছে তখন তুমি একটা
কাপ আইস্ক্রীমের আশা করতে পার, তোমার
কাছে ২ টাকা আছে তখনও যদি তুমি ১ কাপ
আইস্ক্রীমের আশা কর, তবে তোমাকে না
পাওয়ার হতাশায় ভীষণ কষ্ট পেতে হবে।
'সম্ভাবনা' আর 'সম্ভব না' এর মাঝে শুধু একটা 'আ'
কারের পার্থক্য, এটা ভেবে তুমি যখন আনন্দিত
হচ্ছো তখন তুমি দেখছো না যে, 'সম্ভব না ' এর
মাঝে একটা দুরত্ব আছে। এই দুরত্বটা যদি ওপাশের
মানুষটা কমাতে না চায় তবে সেটা সহস্র কোটি
বছরেও সেটা কমবে না।
তার একটা সামান্য মেসেজ 'কেমন আছো?' কে
তুমি বিশাল কিছু বানিয়ে নিজের কল্পনা রাজ্যে যে
বিশাল সম্রাজ্য গড়ে তুলছো, চোখের সামনে
সেটাকে তছনছ হতে দেখে বুকটা শুধু তোমারই
ফাটবে। হ্যা, শুধু তোমারই।
ভালবাসা পাপের কিছু না। তবে ভুল মানুষকে ভালবাসা
পাপ। আর ভুল জায়গায় আটকে থাকা মহাপাপ।
দুফোটা চোখের জল ফেলে চলে আসলেই
ভাল হয়। নয়তো দুফোটা থেকে চারফোটা,
চারফোটা থেকে আটফোটা -এভাবে বাড়তে
বাড়তে একটা বিশাল সমুদ্র হয়ে যায়। তখন আর
ফেরত আসা যায় না। তখন আর ফেরত আসা হয়না।
হয়তো অনেকেই এই বাস্তব সম্মত কথাগুলির
গভীরে যেতে পারবে না৷ তবে যে ফিরে
আসতে পেরেছে সে নিশ্চয়ই বুঝবে৷ আর
যে এখনো ফিরে আসতে পারেনি সে মনে
মনে বলবে "আররে ধুরর, এসব কথায় আমি ফিরছি
না"৷
তবে যারা এখনো ফিরে আসতে পারেননি তাদের
জন্য শুভ কামনা রইলঃ "হয় আপনি সাকসেস হন,
নয়তো ফিরে আসুন, এবং সেটা খুবই তাড়াতাড়ি"৷
ফিরে আসতেই যদি হয়, আর সেই ফিরে আসতে
যদি দীর্ঘ্য সময় পার করে ফেলেন তাহলে ঐ
দীর্ঘ্য সময় পরে মনে হবেঃ "হায় আল্লাহ্, এতদিন
আমি কি করলাম!"
আপনি হয়তো এতটা বেশি সময় নষ্ট করে
ফেলেছেন যে সময়টাতে হয়তো আপনার
ক্যারিয়ারটা আরেকটু ভালভাবে সাজাতে পারতেন৷ যার
ফলাফল আপনি নিজে, আপনার পরিবার এবং ভবিষ্যতের
পরিবার ও ভোগ করতে পারত৷
আর যে পর্যায়ে আপনি যেতে পারতেন এবং যে
পর্যায়ে আপনি এখন আছেন, সেই ব্যাবধানের
জন্য সেই মানুষটাকে আপনি কখনোই দায়ী
করতে পারবেন না৷ আপনার বর্তমান অবস্থানের
জন্য আপনি এবং আপনিই শতভাগ দায়ী৷ কারণ আপনি
আপনার আবগের বশে নিজের অজান্তে নিজেই
এই ভুল মানুষটাকে বেচে নিয়েছেন,যে কিনা
কখনোই আপনার যোগ্য ছিলনা;কিন্তু আপনি
বোকার স্বর্গের বাসিন্দা ছিলেন যে কিনা
মরুভূমিতে তুষারপাত দেখতে চাইছেন৷ ভাইরে
"মরুভূমিতে তো মরীচিকাই
, তুষারপাত নয়