কঠিন বাস্তবতা

in #story7 years ago

বিয়ের দিন একটা মেয়েকে যখন বলা হয়,
এই বিয়েতে আপনি রাজি?
রাজি থাকলে কবুল বলেন।।
মেয়েটা তখন কাঁদে...
কিছুক্ষন চুপচাপ থাকে..!!
অসহায় দৃষ্টিকে বাবা মায়ের দিকে তাকায়..
বন্ধু বান্ধবিদের দিকে তাকিয়ে থাকে..
আর কোন উপায় না পেয়ে বলে ফেলে (কবুল)..আসলে কি মেয়েটা রাজি?
মেয়েটাকি মন থেকে কবুল বলেছে?
নাকি কঠিন সমাজের নিয়ম গুলো মানতে গিয়ে,নিজের আজান্তে হয়ে যাচ্ছে,অচেনা অজানা কারো...!!
আচ্ছা মেয়েটাকি বুঝ হওয়ার পর কাউকে ভালোবেসেছিল?
তার সাথে সাজিয়েছিল সুখ দুঃখের স্বপ্ন?
যদি মেয়েটার পাশে সেই ছেলেটা বসে থাকতো?তাহলে কি মেয়েটা ওদিকে তাকাতো?হয়তো না,হয়তো তার ভালোবাসার মানুষটির দিকে তাকাতো অগোচরে..
সেই চির চেনা ইশারার মাধ্যমে শায় দিত " হ্যা "আমি তোমাকে ভালোবাসি"
আমাদের সকল স্বপ্ন পূরন হতে যাচ্ছে..
শুধু এই কবুল বলাটাই বাকি...!
তখন মেয়েটা হয়তো তাড়াহুড়া করে বলে ফেলতো "কবুল" স্বপ্ন পূরনের লোভে...।
স্বপ্ন যে মানুষকে বাঁচায়, বাঁচতে শেখায়..!
বড়ই অদ্ভূত এই কবুল..!
এই কুলের মধ্যদিয়ে কারো স্বপ্ন জনম-জনমের জন্য পূরন হয়ে যায়...!!
আবার কেউ সমাজে বাধার কারনে কুরবানি দেয়,নিজের বেঁচে থাকার একমাএ অবলম্বনটি..!!
আসলে এটা আমার কথা না এটা হলো বাস্তবতা.....