০১- সূরা আল-ফাতিহা। আয়াত সংখ্যা ৭

in #sura7 years ago

বিসমিল্লাহির রহমানির রহীম
০১। শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করণাময়, অতি দয়ালু।
০২। যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
০৩। যিনি অত্যান্ত মেহেরবান ও দয়ালু।
০৪। যিনি বিচার দিনের মালিক।
০৫। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থানা করি।
০৬। আমাদেরকে সরল পথ দেখাও,
০৭। সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমর গজব নাযিল হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে।
সূরা আল-ফাতিহা.jpg