চা বাংলাদেশের একটি জনপ্রিয় পানীয়, চা পানে আমাদের শরীরকে করে সতেজ ও কোমল।

in #tea4 years ago (edited)

চা

চা(ইংরেজি tea) সুগন্ধযুক্ত এবং গন্ধযুক্ত গরম পানীয় যা গরম পানিতে ফুটিয়ে তৈরি করা হয়। চা গাছ থেকে চা পাতা পাওয়া যায়। গ্রীক দেবী থিয়ার নামানুসারে এরুপ নামকরন করা হয়েছিল। চিনে টি এর উচ্চারণ ছিল'চি'। পরে হয়ে যায় চা।পানির পরেই চা মানুষের সচেয়ে প্রিয় পানীয়। চা বাংলাদেশের মানুষের কাছে একটি জনপ্রিয় পানীয়ের নাম। চা পান করেনা বা চা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। চা শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীর ই একটি জনপ্রিয় পানীয়। প্রস্তুতি প্রনালী অনুযায়ী চা কে প্রধানত ৫ ভাগে ভাগ করা যায়। যেমন- কালো চা, সবুজ চা, ইষ্টক চা, উলং চা এবং প্যারাগুয়ে চা। এছাড়াও আরও অনেক রকমের চা আছে।

(Image not shown due to low ratings)

(Image not shown due to low ratings)



Images were hidden due to low ratings.