কানাডার কুইবেক সিটি-তে অবতরণ করতে যাওয়া একটি প্লেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে একটি ড্রোনের। চলতি সপ্তাহে হওয়া এই দুর্ঘটনাই দেশটিতে কোনো বাণিজ্যিক প্লেনের সঙ্গে মানবশুন্য কোনো উড়ুক্কু যানের প্রথম সংঘর্ষ, রোববার এ তথ্য প্রকাশ করেন দেশটির যোগাযোগমন্ত্রী মার্ক গার্নেও।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার জঁ লাসাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-এ কিউবেকভিত্তিক স্কাইজেট এভিয়েশন-এর একটি প্লেনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।
এক বিবৃতিতে গার্নেও বলেন, “প্লেনটির খুবই ছোট ক্ষতি হওয়ায় আর নিরাপদে অবতরণ করতে পারায় আমি চরম পরিত্রাণ পেয়েছি।”
ওই দুর্ঘটনার সময় প্লেনটিতে ছয়জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন বলে স্থানীয় সংবাদ প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।
কানাডীয় এয়ারপোর্ট, হেলিপ্যাড আর সিপ্লেন বেইসগুলোর সাড়ে পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে ড্রোন উড়ানোর অনুমতি নেই। প্লেনটিকে ঝুঁকিতে ফেলে দেওয়া ড্রোন পরিচালনাকারীরা দেশটির আইন অনুসারে জরিমানা ও কারাদণ্ডের মুখোমুখি হবেন।
ট্রান্সপোর্ট কানাডা’র তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ড্রোন সংক্রান্ত ১,৫৯৬টি ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এগুলোর মধ্যে ১৩১টি ঘটনায় এভিয়েশন খাতের নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে।
great job @munarul
thanks